পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর সাগরদিঘির বেলাইপাড়ার যুবতী তারই প্রতিবেশী এক বান্ধবীর বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ১১ টা নাগাদ গ্রামের তিন যুবক তাদের ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে বলে অভিযোগ। কেন দুই যুবতী ঘরে ঘুমিয়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু তারা বান্ধবী বলে পরিচয় দিলেও সমকামিতা সন্দেহ মারধর শুরু হয়।
advertisement
শুধু তাই নয়, ওই যুবতীর শরীরের পোশাক খুলে নেওয়ার পাশাপাশি তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। বাধা দেওয়ায় নগ্ন করে তার নিন্মাঙ্গে গরম লোহার রডের ছ্যাঁকা এবং পেট ও উরুতে একাধিক রডের ছ্যাঁকা দেওয়া হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন - মোবাইলে ডাউনলোড করতে বলল ‘এই’ পরিচিত অ্যাপ, তারপরেই গায়েব এত্ত টাকা
সেই সময় তার বান্ধবী বাধা দিলে তাকেও মারধর করা হয়। রাতে বিষয়টি ভয়ে পরিবারের লোকজনকে না জানালেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাকে সাগরদিঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসা চলার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সোমবার। এদিকে এমন অমানবিক নির্যাতনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানানোর এক সপ্তাহ পরেও অভিযুক্তদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন - Weather Update: জোরে জোরে বইবে হাওয়া, প্রবল বৃষ্টি, বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশনে তুলকালাম
সাগরদিঘী থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, ইতি মধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে দশদিনের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তবে এই নারকীয় ঘটনা বিষয় সামনে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Kaushik Adhikary