জানা গিয়েছে, এদিন বিকেল নাগাদ মাঠে চাষ করছিলেন এক ব্যক্তি। হঠাৎ একটি শিয়াল হঠাৎই এসে আক্রমন করে বসে তাকে। পায়ে কামড় দেওয়ার পাশাপাশি, গ্রামের আরো বেশ কয়েকজনকে কামড় দেয় শিয়ালটি। তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় গ্রামবাসীদের অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: বাইকের উপর ওটা কী বসানো! অদ্ভূত এক রোজগার, চমকে যাচ্ছেন সকলেই
advertisement
উল্লেখ করা যেতে পারে, বেশকিছুদিন ধরেই সামসেরগঞ্জের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের বিভিন্ন গ্রামে শিয়ালের কামড়ে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বাদ যাচ্ছে না শিশুরাও। এর আগেও একসঙ্গে বেশকিছু গ্রামবাসীদের কামড় দিয়েছিল শিয়াল। বুধবার নতুন করে শিয়ালের কামড়ের ঘটনায় এলাকায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে।
আরও পড়ুন: মুরগির মাংস, ডিমের দাম এবার হবে আকাশছোঁয়া, হাতে ছ্যাঁকা লাগবে হাঁসের ডিম কিনতেও!
শেয়ালের কামড় রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও কি কারণে বারবার এই শিয়ালের আক্রমণের ঘটনা ঘটছে তাও খতিয়ে দেখছে বনদফতর বলে সুত্রে মারফত জানা গিয়েছে।
---কৌশিক অধিকারী