TRENDING:

Murshidabad News: সকাল থেকেই বিক্ষোভ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ! গেটে ঢুকতে বাঁধা পেয়ে যা করলেন কর্মচারীরা 

Last Updated:

Murshidabad News: সাগরদিঘী তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মীদের সাইকেল ,মোটর বাইক নিয়ে ভিতরে প্রবেশে বাঁধা নিরাপত্তা কর্মীদের। তারই প্ৰতিবাদে মঙ্গলবার সকাল থেকে সাগরদিঘী তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটের সামনে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শ্রমিকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মীদের সাইকেল ,মোটর বাইক নিয়ে ভিতরে প্রবেশে বাধা নিরাপত্তা কর্মীদের। তারই প্ৰতিবাদে মঙ্গলবার সকাল থেকে সাগরদিঘী তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটের সামনে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শ্রমিকদের। জানা যায়, বিগত দিনে তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা সাইকেল ,মোটর বাইক নিয়ে ভিতরে প্রবেশ করতে পারত। অথচ আজ সকালে যখন কর্মীরা ভিতরে সাইকেল ও বাইক নিয়ে প্রবেশ করতে যায়। সেই সময় নিরাপত্তা কর্মীরা বাঁধা দেয়। তারই জেরে বিক্ষোভ দেখায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা।
সাগরদিঘী তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মচারীরা 
সাগরদিঘী তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মচারীরা 
advertisement

তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলনরত কর্মচারীরা জানান, জি এম সাহেব একটি সার্কুলার জারি করেছেন। সাইকেল ও মটর বাইক নিয়ে প্রবেশ করা যাবে না। গেট থেকে ভিতরের দুরত্ব তিন কিলোমিটার। আজকে ১লা আগষ্ট থেকে সিকিউরিটির পক্ষ থেকে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দাবি মটর বাইক ও গাড়ি নিয়ে প্রবেশ করতে দিতে হবে। পাশাপাশি, ডিএ বৃদ্ধির দাবি জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন- অবিশ্বাস্য! বাড়িতেই যেন আস্ত লাইব্রেরি, রয়েছে ৩ হাজারেরও বেশি বই

View More

আরও পড়ুন– লোকসভা নির্বাচনে মহিলা ভোট ধরে রাখার চ্যালেঞ্জ শাসক দলের

সকাল থেকেই এই বিক্ষোভ কর্মসুচী চলছে, কোনও কর্মচারীরা কাজে যোগদান করেননি বলেই জানান তারা। অন্য এক আন্দোলনরত কর্মচারী জানান, আমাদের কোনও রকম ডিএ বৃদ্ধি করা হয়নি, এছাড়াও সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। অর্থের বিনিময়ে সাগরদিঘী তাপ বিদ্যুৎ কেন্দ্রে লোক নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ কর্মসুচী পালন করা হচ্ছে বলেই জানান আন্দোলনকারীরা।যদিও এই ঘটনার জেরে PDCL কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনও ভাবেই উত্তর দিতে চাননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সকাল থেকেই বিক্ষোভ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ! গেটে ঢুকতে বাঁধা পেয়ে যা করলেন কর্মচারীরা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল