TMC: লোকসভা নির্বাচনে মহিলা ভোট ধরে রাখার চ্যালেঞ্জ শাসক দলের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
বোর্ড গঠনে দেওয়া হবে মহিলাদের গুরুত্ব।
আবীর ঘোষাল, কলকাতা: লোকসভা ভোটে টার্গেট মহিলা ভোট ধরে রাখা। পঞ্চায়েতের তিন স্তরেই এবার মহিলাদের বেশি দায়িত্ব। একাধিক জায়গায় গুরুত্ব নতুন মুখকে। সংরক্ষিত আসনের বাইরেও একাধিক জায়গায় মহিলাদের দায়িত্ব দিতে চলেছে শাসক দল।
আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে যাবে বোর্ড গঠন। তার আগেই নয়া মুখের সন্ধান শাসক দলের অন্দরে। স্থানীয় স্তরের নির্বাচনে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের আইন আগেই নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ৫০ শতাংশ সংরক্ষণ তো থাকছেই, সঙ্গে আরও বেশি পদে মহিলাদের আনতে চাইছে তৃণমূল।
advertisement
advertisement
রাজ্যে ২২টি জেলা পরিষদ, কয়েকশো পঞ্চায়েত সমিতি ও তিন হাজারেরও বেশি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেক্ষেত্রে আইন অনুযায়ী, ৫০ শতাংশ জায়গায় জেলা পরিষদ, সমিতি ও পঞ্চায়েতের মাথায় তো মহিলারা বসছেনই। সঙ্গে আরও বেশি আসনে পদাধিকারী হিসেবে দায়িত্ব পেতে চলেছেন মহিলারা। একুশের বিধানসভা ভোটে মহিলা ভোটব্যাঙ্কের ব্যাপক সমর্থন পেয়েছে তৃণমূল শিবির। পঞ্চায়েতেও মহিলা ভোটব্যাঙ্কের সিংহভাগ তৃণমূলের পক্ষেই গিয়েছে। তাই কি এবার লোকসভা ভোটের আগে মহিলা ব্রিগেডকে আরও মজবুত করতে চাইছে রাজ্যের শাসক শিবির।
advertisement
নারী ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য। যেমন মেয়েদের শিক্ষার জন্য কন্যাশ্রী প্রকল্প, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মাসে মাসে মহিলাদের কাছে টাকা পৌঁছে দেওয়া। রয়েছে রূপশ্রী, বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলিও।
advertisement
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচী করতে গিয়ে বিভিন্ন জেলা থেকে একাধিক নতুন মুখকে নিয়ে এসেছে সামনে শাসক দল৷ এদের একাধিক জন ভোটে লড়েছেন৷ অনেকে আবার সংগঠনের কাজ করছেন৷ এর মধ্যে প্রচুর মহিলা মুখ রয়েছে। তাদের এবার বেশি করে গুরুত্ব দিতে চলেছে শাসক দল। গত বিধানসভা ভোটে তৃণমূলের ভালো ফলের পেছনে মনে করা হচ্ছে মহিলা ভোটারদের একটা বড় ভূমিকা ছিল। সেই ভোট ব্যাঙ্ক পঞ্চায়েতেও বজায় আছে বলে দাবি করছে শাসক দল। এবার লোকসভাতেও সেটা বজায় রাখতে চাইছে শাসক দল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 7:41 AM IST