West Midnapore News: অবিশ্বাস্য! বাড়িতেই যেন আস্ত লাইব্রেরি, রয়েছে ৩ হাজারেরও বেশি বই

Last Updated:

West Midnapore News: অবন্তি বাবুর সংগ্রহে রয়েছে তিন হাজারেরও বেশি বই। অর্থাৎ বাড়িতেই যেন আস্ত লাইব্রেরি বানিয়েছেন তিনি।

+
নিজের

নিজের হাতে বানানো লাইব্রেরির সামনে অবন্তি বাবু 

রঞ্জন চন্দ, দাঁতন: পোশাক নয়, বাড়ির আলমারি জুড়ে সাজানো শুধু বই। গল্প, উপন্যাস, নাটক, ইতিহাসের নানা কথন সহ একাধিক বই দেওয়াল আলমারি জুড়ে। না এটা কোনও লাইব্রেরির অংশ নয়, এক ব্যক্তির জমানো আস্ত বই এর ভান্ডার। বাংলা উড়িষ্যার সীমান্ত এলাকা পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সোনাকোনিয়া এলাকায় বিশিষ্ট শিক্ষাব্রতী অবন্তী কুমার জানা। ছোট থেকেই তার নেশা বই কেনা, বই পড়া। সেই ধারণাকে মাথায় নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর একাধিক বই কিনেছেন তিনি।
মেদিনীপুরের ইতিহাসের নানা খন্ড, বাংলা অভিধান, বিশ্বকোষ, বাংলা সাহিত্যের ইতিহাসের নানা খন্ড সবই রয়েছে তার সংগ্রহে। সঠিক হিসাব না থাকলেও এ পর্যন্ত অবন্তি বাবুর সংগ্রহে রয়েছে তিন হাজারেরও বেশি বই। অর্থাৎ বাড়িতেই যেন আস্ত লাইব্রেরি বানিয়েছেন তিনি। বাড়িতেই অবন্তি বাবু একটি নার্সারী স্কুল চালান। তার সামান্য অর্থেই কিনে ফেলেন পছন্দ মত বই। ছোটখাটো চেহারার অবন্তি বাবু অবসর সময়ে নিজেও পড়তে থাকেন বইগুলোকে।
advertisement
advertisement
বাড়ির কাছেই হাই স্কুল। বিদ্যালয় শুরুর আগে কিংবা টিফিনের সময় তার বাড়িতে আসেন বহু বইপ্রেমী ছাত্র-ছাত্রীরা। ঘেটে দেখেন অবন্তি বাবুর সংগ্রহে থাকা নানান বই-এর পাতা। প্রসঙ্গত বর্তমান প্রজন্ম মুখ ফিরিয়েছে বই থেকে। ক্রমশ হারিয়ে যাচ্ছে বই পড়ার প্রবণতা। ডিজিটাল যুগে ক্রমশ বই পড়ার অভ্যাস বদলাচ্ছে কচিকাঁচারা। তবে অবন্তি বাবুর ইচ্ছে, বর্তমান যুবক প্রজন্ম থেকে আবালবৃদ্ধবনিতা বই পড়ুক। অবন্তিবাবু নিজের বাড়িতেই তৈরি করেছেন ছোট্ট একটি লাইব্রেরি। প্রতিদিন ছাত্র-ছাত্রীর পাশাপাশি বই পড়তে আসেন ইতিহাস গবেষক থেকে শিক্ষক-শিক্ষিকারা।
advertisement
শিক্ষা বাঁচানোর তার এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।
Ranjan Chanda
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: অবিশ্বাস্য! বাড়িতেই যেন আস্ত লাইব্রেরি, রয়েছে ৩ হাজারেরও বেশি বই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement