TRENDING:

Murshidabad News: দেশ রক্ষার জন্য ছেলেকে সেনাবাহিনীতে পাঠান, শেষ পর্যন্ত সেই সন্তানেরই মূর্তি বসাতে হল মা-বাবাকে!

Last Updated:

মনিপুরে কর্মরত অবস্থায় ভয়ঙ্কর ধসে মারা যান মুর্শিদাবাদের জ‌ওয়ান প্রীতম কুমার দত্ত। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসে তাঁর মূর্তি প্রতিষ্ঠা করলেন অসহায় মা-বাবা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের মানুষকে রক্ষা করবেন। সেই ইচ্ছে বাস্তবও হয়। কিন্তু কর্মরত অবস্থায় ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারান মুর্শিদাবাদের খড়গ্রামের প্রীতম কুমার দত্ত। বৃহস্পতিবার দেশের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে খড়গ্রামের বালিয়াতে এই প্রয়াত জওয়ানের মূর্তি বসল। মূলত প্রীতমের মা-বাবাই উদ্যোগ নিয়ে ছেলের মূর্তি স্থাপন করেন।
advertisement

প্রয়াত জওয়ানের মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার আধিকারিক নবীন বিজরানিয়া, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত। দেশের কাজ করতে গিয়ে মারা যান প্রীতম কুমার দত্ত। মা-বাবার একমাত্র সন্তান তিনি। বালিয়া গ্রামের যে মাঠে ছোট থেকে খেলে বড় হন, সেখানেই প্রীতমের মূর্তি প্রতিষ্ঠা করা হয়।

দত্ত পরিবার জানায়, ছোট থেকেই সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার ইচ্ছে ছিল প্রীতমের। সেইমত বড় হয়ে ১ এপ্রিল, ২০১৮ সালে গোর্খা টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেন। মনিপুরের নানী জেলায় রেল লাইনের কাজের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন প্রীতম কুমার দত্ত। কিন্তু গত বছরের ২৯ জুন, ২০২২ সালে ভয়ঙ্কর এক দুর্ঘটনায় বালিয়া গ্রামের দত্ত পরিবারে সদস্যদের জীবন অন্ধকারে ঢেকে যায়। না, তাঁদের কিছু হয়নি। কিন্তু পরিবারের সাহসী ছেলে প্রীতম মনিপুরে কর্মরত অবস্থায় এক ভয়ঙ্কর ধসে নিখোঁজ হয়ে যায়। তখনই আশঙ্কার মেঘ জমে ছিল। পাঁচদিন পর এই বীর জ‌ওয়ানের দেহ উদ্ধার হয়।

advertisement

আরও পড়ুন: শাহরুখের 'পাঠান' চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল ব্যালকনি, নাচ-গান মুহূর্তে বদলাল হাহাকারে

সেনাবাহিনী প্রীতম কুমার দত্তর দেহ বালিয়া গ্রামে নিয়ে আসে। এরপর গান স্যালুটের মধ্য দিয়ে তাঁকে শেষ বিদায় জানানো হয়। সন্তান হারানোর দুঃখ বুকে চেপেই দিন কাটাচ্ছেন প্রীতমের বাবা-মা। তবে তাঁদের বীর সন্তানের কথা যাতে সকলে জানতে পারে, মনে রাখে তাই নিজস্ব খরচেই বৃহস্পতিবার তাঁরা প্রীতম কুমার দত্তর মূর্তি স্থাপন করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: দেশ রক্ষার জন্য ছেলেকে সেনাবাহিনীতে পাঠান, শেষ পর্যন্ত সেই সন্তানেরই মূর্তি বসাতে হল মা-বাবাকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল