TRENDING:

Murshidabad: খেলার প্রতি আগ্রহ তৈরিতে মিনি ম্যারাথন! অংশ নিলেন ৮১ জন

Last Updated:

যোগাযোগ ব্যবস্থার পট পরিবর্তনে বর্তমান প্রজন্ম মুখ লুকিয়েছে মোবাইলে। ছোটো হতে হতে পৃথিবী এখন বন্দী হয়েছে মুঠোয়। কিন্তু বিনিময়ে অন্তর্জালে আটকা পড়েছে যুবসমাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ যোগাযোগ ব্যবস্থার পট পরিবর্তনে বর্তমান প্রজন্ম মুখ লুকিয়েছে মোবাইলে। ছোটো হতে হতে পৃথিবী এখন বন্দী হয়েছে মুঠোয়। কিন্তু বিনিময়ে অন্তর্জালে আটকা পড়েছে যুবসমাজ। আগ্রহ হারিয়েছে খেলায়। খেলার প্রতি আগ্রহ করতে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হল মুর্শিদাবাদ জেলায়। জেলার বড়ঞা থানার সাটীতড়া থেকে বহড়া অ্যাথলেটিক্স ক্লাবের মাঠ পর্যন্ত এই মিনি ম্যারাথনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা অনুপ্রেরণা।
advertisement

৬ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে অংশ গ্রহণ করেছিল রাজ্যের বিভিন্ন জেলার মোট ৮১ জন যুবক যুবতী। অংশ গ্রহণ কারীদের মধ্যে ১৫ জন মহিলা প্রতিযোগী। সাটীতড়া মোড় থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ২২ মিনিট ৪৪ সেকেন্ডে ফিনিশিং লাইন অতিক্রম করে বীরভূম জেলার মল্লারপুরের পূর্ণ কোনাই প্রথম হয়েছেন।

আরও পড়ুনঃ কান্দিতে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ১৫৯তম জন্মদিন পালন

advertisement

২২ মিনিট ৪৯ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে দ্বিতীয় হয়েছে মুর্শিদাবাদের শক্তিপুরের বাসিন্দা চন্দন সওদাগর, ২৩ মিনিট ০৯ সেকেন্ডে ম্যারাথন ফিনিশ করে কান্দির খরসার বাসিন্দা সুজয় ঘোষ। অন্যদিকে, ম্যারাথন দৌড়ে মেয়েদের মধ্যে প্রথম হয় মুর্শিদাবাদ জেলার শক্তিপুরের সুলতানা রাজিয়া। ফিনিশিং লাইন অতিক্রম করতে তার সময় লাগে ৩০ মিনিট ৫০ সেকেন্ড।

advertisement

View More

আরও পড়ুনঃ সাইকেল চুরির ঘটনায় বড় ধরনের সাফল্য পেল পুলিশ! উদ্ধার বহু সাইকেল

ম্যারাথনের উদ্যোক্তারা জানিয়েছেন, আধুনিক যুগে ঘর বন্দি থাকছে যুব সমাজ। যাতে তারা আউটডোর খেলার সঙ্গে যুক্ত হতে পারে সেই লক্ষ্যেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে ব্যাপক সাড়া মিলেছে। ম্যারাথনে অংশ নেওয়া ছেলে মেয়েরাও এই উদ্যোগে খুশি। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিত্যনতুন গাছ লাগানোর শখ? 'এই' গাছ বাজার থেকে সুলভ মূল্যে কিনুন ফুল-ফল-বাহারি গাছ!
আরও দেখুন

KOUSHIK ADHIKARY

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: খেলার প্রতি আগ্রহ তৈরিতে মিনি ম্যারাথন! অংশ নিলেন ৮১ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল