৬ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে অংশ গ্রহণ করেছিল রাজ্যের বিভিন্ন জেলার মোট ৮১ জন যুবক যুবতী। অংশ গ্রহণ কারীদের মধ্যে ১৫ জন মহিলা প্রতিযোগী। সাটীতড়া মোড় থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ২২ মিনিট ৪৪ সেকেন্ডে ফিনিশিং লাইন অতিক্রম করে বীরভূম জেলার মল্লারপুরের পূর্ণ কোনাই প্রথম হয়েছেন।
আরও পড়ুনঃ কান্দিতে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ১৫৯তম জন্মদিন পালন
advertisement
২২ মিনিট ৪৯ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে দ্বিতীয় হয়েছে মুর্শিদাবাদের শক্তিপুরের বাসিন্দা চন্দন সওদাগর, ২৩ মিনিট ০৯ সেকেন্ডে ম্যারাথন ফিনিশ করে কান্দির খরসার বাসিন্দা সুজয় ঘোষ। অন্যদিকে, ম্যারাথন দৌড়ে মেয়েদের মধ্যে প্রথম হয় মুর্শিদাবাদ জেলার শক্তিপুরের সুলতানা রাজিয়া। ফিনিশিং লাইন অতিক্রম করতে তার সময় লাগে ৩০ মিনিট ৫০ সেকেন্ড।
আরও পড়ুনঃ সাইকেল চুরির ঘটনায় বড় ধরনের সাফল্য পেল পুলিশ! উদ্ধার বহু সাইকেল
ম্যারাথনের উদ্যোক্তারা জানিয়েছেন, আধুনিক যুগে ঘর বন্দি থাকছে যুব সমাজ। যাতে তারা আউটডোর খেলার সঙ্গে যুক্ত হতে পারে সেই লক্ষ্যেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে ব্যাপক সাড়া মিলেছে। ম্যারাথনে অংশ নেওয়া ছেলে মেয়েরাও এই উদ্যোগে খুশি। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
KOUSHIK ADHIKARY





