Murshidabad: কান্দিতে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ১৫৯তম জন্মদিন পালন

Last Updated:

বিশিষ্ট বিজ্ঞান সাধক ও সাহিত্য আচার্য্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ১৫৯ তম জন্মদিন পালন করা হল যথাযথ মর্যাদার সাথে। সরকারী ভাবে পালিত না হলেও বেসরকারি ভাবে সোমবার পালিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার গর্ব আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মদিনের অনুষ্ঠান।

+
title=

#কান্দিঃ বিশিষ্ট বিজ্ঞান সাধক ও সাহিত্য আচার্য্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ১৫৯ তম জন্মদিন পালন করা হল যথাযথ মর্যাদার সাথে। সরকারী ভাবে পালিত না হলেও বেসরকারি ভাবে সোমবার পালিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার গর্ব আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মদিনের অনুষ্ঠান। এদিন সকালে কান্দি কোর্ট রোডে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মর্মর মুর্ত্তিতে মাল্যদান করেন রামেন্দ্র অনুরাগীবৃন্দ ও জেমো রামেন্দ্র স্মৃতি পাঠাগারের সদস্যরা। পরে তাঁর স্কুল কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে মাল্যদান করা হয় রামের সুন্দর স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে। পরবর্তীতে জেমো নতুনবাড়ি সুতিকা গৃহ ও রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মভিটেতে অনুষ্ঠান মধ্যে দিয়ে তাঁকে স্মরণ করা হয়।
পাশাপাশি, তাঁর স্মৃতিতে তৈরি হওয়া কান্দি আচার্য রামেন্দ্র সুন্দর স্মৃতি সংগ্রহশালা তে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে বিশেষ ভাবে পালন করা হয়। রামেন্দ্র সুন্দর বিজ্ঞান ও দার্শনিক হিসেবে পরিচিত ছিলেন। প্রতিবছর কান্দির বিভিন্ন গ্রন্থাগার ও রামেন্দ্র অনুরাগীরা দিনটি পালন করেণ। জেমো নতুন বাড়িতেও দিনটি পালন করা হয়। যদিও সরকারী ভাবে বছরে ৫২জন মনিষীর জন্মদিন পালন করা হলেও রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কোনও জন্মদিন পালন করা হয় না। সরকারী ভাবে এই দিনটি পালন করার দাবি জানানো হয়েছে।
advertisement
পাশাপাশি জেলার বহু মানুষ এই দিনটি ভুলতে বসেছেন, আগে জাঁকজমকের সাথে দিনটি পালন করা হলেও আজ আর হয় না। ১২৭১ সালে ৫ই ভাদ্র (ইংরেজি ২২শে অগাস্ট ১৮৬৪) খ্রীষ্টাব্দে আজকের দিনে জেমো ত্রিবেদী পরিবারের গোবিন্দ সুন্দর ও চন্দ্র কামিনীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন রামেন্দ্র সুন্দর। বাংলা ভাষার একজন স্বনামধন্য বিজ্ঞানী ও লেখক ছিলেন। পূর্বে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার জন্য উপযুক্ত পরিবেশ ছিল না। উপযুক্ত বইয়ের অভাবই ছিল এর মূল কারণ। তিনি প্রচুর গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেন এবং বক্তৃতার মাধ্যমে বাঙালীকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্কুলের মধ্যেই পাখিদের জন্য বাসা তৈরি করল পড়ুয়ারা!
তাঁর কোন মৌলিক গবেষণা বা আবিষ্কার নেই, তবে তিনি মূলত লেখনীর মাধ্যমেই একজন বিজ্ঞানী ও শাস্ত্রজ্ঞের মর্যাদা লাভ করেছেন। বিশুদ্ধ বিজ্ঞান ছাড়াও তিনি দর্শন ও সংস্কৃত শাস্ত্রের দুর্বোধ্য বিষয়গুলো সহজ বাংলায় পাঠকের উপযোগী করে তুলে ধরেন। জন্মসূত্রে তিনি বাঙালী না হয়েও আজীবন বাংলা ভাষার চর্চা করে গেছেন। বিশ্ববিদ্যালয় জীবনের সূচনার আগেই ১৮৭৮ সালে মাত্র ১৪ বছর বয়সে জেমো রাজপরিবারের নরেন্দ্র নারায়ণের কনিষ্ঠ কন্যা ইন্দুপ্রভা দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। শৈশবকাল থেকেই রামেন্দ্রসুন্দর মেধাবী ছিলেন। তিনি ১৮৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এনট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং ২৫ টাকা বৃত্তি লাভ করেন।
advertisement
আরও পড়ুনঃ নসীপুর রেল ব্রীজ পরিদর্শন করলেন অধীর চৌধুরী ও রেল আধিকারিকরা
১৮৮৩ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং একটি স্বর্ণপদক ও বৃত্তি পান। একই কলেজ থেকে ১৮৮৬ সালে বিজ্ঞানে অনার্সসহ বি.এ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ১৮৮৭ খ্রীষ্টাব্দে এম.এ. পরীক্ষায় বিজ্ঞানশাস্ত্রে স্বর্ণপদক ও পুরস্কারসহ প্রথম স্থান পান এবং ১৮৮৮ খ্রীষ্টাব্দে পদার্থবিদ্যা ও রসায়নে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পান।১৮৯২ খ্রীষ্টাব্দে রিপন কলেজে পদার্থ বিজ্ঞান ও রসায়নশাস্ত্রের অধ্যাপক হন। পরে প্রথমে ছয় মাসের জন্য অস্থায়ী অধ্যক্ষ এবং শেষে স্থায়ী অধ্যক্ষ হন। ২৩শে জৈষ্ঠ ১৩২৬ সালে ইংরেজি ৬ই জুন ১৯১৯ সালে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মৃত্যু হয়।
advertisement
KOUSHIK ADHIKARY
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: কান্দিতে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ১৫৯তম জন্মদিন পালন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement