একদা গায়ক অরিজিৎ সিং জিয়াগঞ্জের জন্য তিনি একাধিক কর্মকাণ্ড করতে চান। উদ্যোগ গ্রহণ করেছেন আগেই। প্রিয় জায়গায় থাকলে তিনি সব থেকে ভাল থাকেন যেন। অরিজিৎ সিং এখন জিয়াগঞ্জেই।মনোজ তিওয়ারির সঙ্গে ছবিতে দেখা গেল গায়ককে। অরিজিৎ স্বভাবসিদ্ধ সাধারণ ভঙ্গিতে বসে। গায়ে হালকা সবুজ রঙের কুর্তা। যেখানে তিনি বসে রয়েছেন সেটা নদীর পাড়। পাশ দিয়ে চলে গিয়েছে মেঠো পথ, আশেপাশে গাছগাছালি। আর তাঁর পাশেবিশ বসে রয়েছে বাংলা ক্রিকেট দলের অধিনায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।
advertisement
আরও পড়ুন: মাথা আছে লেজ নেই! দিঘায় পাওয়া গেল বিরল মাছ! বয়ে আনছে অশুভ ইঙ্গিত!
আসলে মনোজ তিওয়ারির পরিচয় বর্তমানে শুধু ক্রিকেটার হিসেবে নয়, তিনি এখন রাজ্যের শাসক দলের প্রতিনিধিও। বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ। ছবিতে দেখা গেল জিয়াগঞ্জে গঙ্গার পাড়ে বসে দু'জনে আড্ডা দিচ্ছেন। সুন্দর পোজ দিয়ে তুলেছেন ছবিও। জিয়াগঞ্জের রাস্তায় এখনও স্কুটার নিয়ে ঘুরে বেড়ান অরিজিৎ। ছেলেদের স্কুলে নিয়ে যান। বাজার করেন। আশেপাশের মানুষের কাছে এখনও তিনি ঘরের ছেলে। না কোনও নিরাপত্তারক্ষী তাঁকে ঘিরে থাকে, না থাকে কোনও বড় গাড়ির আতিশয্য। তিনি ঘরের ছেলে তা আবারও ছবিতে প্রমাণ পেল জিয়াগঞ্জ শহরবাসী।
কৌশিক অধিকারী