TRENDING:

Manoj Tiwary | Arijit Singh: অরিজিতের সঙ্গে দেখা করলেন মন্ত্রী মনোজ তিওয়ারি! একসঙ্গে জিয়াগঞ্জে দুই বন্ধু!

Last Updated:

Manoj Tiwary | Arijit Singh: জিয়াগঞ্জে এক সঙ্গে ঘুরে বেড়ালেন দুই বন্ধু। অরিজিতের সঙ্গে কী যোগ রয়েছে মনোজ তিওয়ারির? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ একজন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ভুমি পুত্র, আরেকজন ক্রিকেটার তথা রাজ্যের মন্ত্রী। দুইজনকে একসঙ্গে স্কুটিতে বসে আড্ডা দিতে দেখা গেল জিয়াগঞ্জ শহরে।মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরে মাটির টানে পড়ে থাকেন বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং। সেই জিয়াগঞ্জ শহরকে নিয়ে তাঁর অনেক স্বপ্ন। জিয়াগঞ্জ শহরের ভেল্লাডাঙ্গায় একটি খেলার মাঠ তৈরি করতে চান সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। সেই খেলার মাঠ পরিদর্শন করতে হঠাৎই মুর্শিদাবাদে আসলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।অরিজিৎ সিং এবং মন্ত্রী মনোজ তিওয়ারি দুই বন্ধু মিলে জিয়াগঞ্জ শহরের ভেল্লাডাঙ্গায় সেই খেলার মাঠ পরিদর্শন করেন। তারপরে তাঁরা দেবীপুর সংলগ্ন ভাগীরথীর তীরে বেড়াতে যান এবং ছবিও তোলেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মন্ত্রী মনোজ তিওয়ারি। শুধু তাই নয়, নিজের স্কুটিতে বসিয়ে শহর ঘুরতে দেখা যায় অরিজিৎ সিং ও মনোজ তিওয়ারিকে। আর সেই ভিডিও ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
দুই বন্ধু অরিজিৎ সিং ও মনোজ তিওয়ারি
দুই বন্ধু অরিজিৎ সিং ও মনোজ তিওয়ারি
advertisement

একদা গায়ক অরিজিৎ সিং জিয়াগঞ্জের জন্য তিনি একাধিক কর্মকাণ্ড করতে চান। উদ্যোগ গ্রহণ করেছেন আগেই। প্রিয় জায়গায় থাকলে তিনি সব থেকে ভাল থাকেন যেন। অরিজিৎ সিং এখন জিয়াগঞ্জেই।মনোজ তিওয়ারির সঙ্গে ছবিতে দেখা গেল গায়ককে। অরিজিৎ স্বভাবসিদ্ধ সাধারণ ভঙ্গিতে বসে। গায়ে হালকা সবুজ রঙের কুর্তা। যেখানে তিনি বসে রয়েছেন সেটা নদীর পাড়। পাশ দিয়ে চলে গিয়েছে মেঠো পথ, আশেপাশে গাছগাছালি। আর তাঁর পাশেবিশ বসে রয়েছে বাংলা ক্রিকেট দলের অধিনায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

advertisement

আরও পড়ুন: মাথা আছে লেজ নেই! দিঘায় পাওয়া গেল বিরল মাছ! বয়ে আনছে অশুভ ইঙ্গিত!

আসলে মনোজ তিওয়ারির পরিচয় বর্তমানে শুধু ক্রিকেটার হিসেবে নয়, তিনি এখন রাজ্যের শাসক দলের প্রতিনিধিও। বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ। ছবিতে দেখা গেল জিয়াগঞ্জে গঙ্গার পাড়ে বসে দু'জনে আড্ডা দিচ্ছেন। সুন্দর পোজ দিয়ে তুলেছেন ছবিও। জিয়াগঞ্জের রাস্তায় এখনও স্কুটার নিয়ে ঘুরে বেড়ান অরিজিৎ। ছেলেদের স্কুলে নিয়ে যান। বাজার করেন। আশেপাশের মানুষের কাছে এখনও তিনি ঘরের ছেলে। না কোনও নিরাপত্তারক্ষী তাঁকে ঘিরে থাকে, না থাকে কোনও বড় গাড়ির আতিশয্য। তিনি ঘরের ছেলে তা আবারও ছবিতে প্রমাণ পেল জিয়াগঞ্জ শহরবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Manoj Tiwary | Arijit Singh: অরিজিতের সঙ্গে দেখা করলেন মন্ত্রী মনোজ তিওয়ারি! একসঙ্গে জিয়াগঞ্জে দুই বন্ধু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল