এই ঘটনায় কান্দি থানার বোলতুলি থেকে অরুপ পাল কে গ্রেফতার করা হয়েছে বলে কান্দি থানার পুলিশ প্রশাসন জানিয়েছে। ধৃত কে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে পেশ করে কান্দি থানার পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ জেলা জুড়ে শব্দ বাজির বিরুদ্ধে অভিযান করা হচ্ছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে আবেদন করা হয়েছে, পরিবেশ দূষণ তথা প্রবীণ নাগরিক ও শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনারা আসন্ন কালীপূজা শান্তিপূর্ণ ভাবে পালন করুন এবং পরিবেশ বান্ধব "গ্রীন ফায়ার্স ক্র্যাকার্স" ব্যতিত অন্য কোনো ধরণের নিষিদ্ধ আতসবাজি বা শব্দ বাজি ফাটাবেন না।
advertisement
আরও পড়ুনঃ আবারও মুর্শিদাবাদে মিলল আগ্নেয়াস্ত্র! উদ্ধার দেড় লক্ষ টাকার চোরাই সামগ্রী
নিজস্ব এলাকায় যদি কোনো অসাধু ব্যক্তি পরিবেশ বান্ধব "গ্রীন ফায়ার্স ক্র্যাকার্স" ব্যতিত অন্য কোনো ধরণের নিষিদ্ধ শব্দবাজি ও আতসবাজি মজুত করে রাখে বা বাজি ফাটায়, তৎক্ষণাৎ পুলিশে খবর দিন। পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। তবে শুধু কান্দি থানা নয়, কালীপুজোর আগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এলাকায় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান করছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে! ধৃত দুই
সম্প্রতি, গোপন সূত্রে খবর পেয়ে গত ১৭ই অক্টোবর মুর্শিদাবাদ জেলার রেজিনগরে ১১ হাজার ৫০০ পিস আতশবাজি সহ ভবতোষ মন্ডল নামে যুবককে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ১২ই অক্টোবর সন্ধ্যায় নবগ্রাম থানার পুলিশ শব্দবাজি ও আতসবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে, এলাকায় মজুত রাখা মোট ১হাজার ৩৬৯ টি শব্দবাজি ও আতসবাজি উদ্ধার করা হয় এবং শব্দবাজি ও আতসবাজি মজুত ও বিক্রি করার অপরাধে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
Koushik Adhikary