Murshidabad News: আবারও মুর্শিদাবাদে মিলল আগ্নেয়াস্ত্র! উদ্ধার দেড় লক্ষ টাকার চোরাই সামগ্রী

Last Updated:

কান্দি ও সামশেরগঞ্জে অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল পুলিশ। কান্দিতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, সামসেরগঞ্জে উদ্ধার হল দেড় লক্ষ টাকার চোরাই সামগ্রী।

#মুর্শিদাবাদঃ কান্দি ও সামশেরগঞ্জে অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল পুলিশ। কান্দিতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, সামসেরগঞ্জে উদ্ধার হল দেড় লক্ষ টাকার চোরাই সামগ্রী। পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় দুইজনকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মফিজুল রহমান বাড়ি কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুরে, ফুলচাঁদ সেখ বাড়ি কান্দি থানার অন্তর্গত আহরীনগর। ধৃতদের কাছ থেকে একটি ৭এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ২৫, ৩৫ আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তোলা হল কান্দি মহকুমা আদালতে। অন্যদিকে, ফের সামসেরগঞ্জ থানার বড়সড় সাফল্য পেল পুলিশ। একটি পিকআপ ভ্যান সহ দেড় লক্ষ টাকার ট্রাক্টর সামগ্রী সহ চুরি চক্রের আট পান্ডাকে গ্রেফতার করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে! ধৃত দুই
বুধবার রাতেই সামসেরগঞ্জের পুঠিমারী ব্রিজের নীচে ফিডার ক্যানেলের ধার মালঞ্চা যাওয়ার রাস্তার উপর তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সেলিম শেখ, পিন্টু শেখ, আক্রম সেখ, আসমাউল সেখ, রিন্টু সেখ, মনিরুল সেখ, ইসমাইল সেখ এবং সফিকুল সেখ। প্রথম সাতজনের বাড়ি সামসেরগঞ্জ থানা এলাকা হলেও সফিকুল ইসলামের বাড়ি সুতি থানা এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কালীপুজোর আগে বিপুল পরিমাণ বেআইনি শব্দবাজি উদ্ধার! গ্রেফতার এক
ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিকআপ ভ্যান, প্রায় দেড় লক্ষ টাকা দামের ট্রাক্টরের সামগ্রী, একটি নেট কাঁটার, তিনটি ধারালো অস্ত্র, চারটি জ্যাকেট গ্রীন, একটি অন ডিউটি টেলিকম বোর্ড। বৃহস্পতিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতরা এই সমস্ত সামগ্রী নিয়ে বিভিন্ন এলাকায় চুরি চক্র চালাতো বলেই জানতে পেরেছে পুলিশ। চুরি চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: আবারও মুর্শিদাবাদে মিলল আগ্নেয়াস্ত্র! উদ্ধার দেড় লক্ষ টাকার চোরাই সামগ্রী
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement