মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লক মূলত কৃষিপ্রধান এলাকা বলে পরিচিত । ভরতপুর কৃষক বাজারের কমিউনিটি হলে কন্যাশ্রী যোদ্ধাদের দিয়ে স্কুলের মধ্যেই জৈব পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ দিল ভরতপুর ব্লক সহকারী কৃষি দফতর। ভরতপুর ১ নম্বর ব্লকের ৮ টি পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্কুলের মোট ৫০ জন কন্যাশ্রী যোদ্ধা এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়েছিলেন। শুধুমাত্র স্কুলের গন্ডির মধ্যেই আবধ্য থাকবেনা এই সবজি চাষ। প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রী তথা কন্যাশ্রী যোদ্ধারা নিজের বাড়ি সহ বন্ধু বান্ধবীদের কেও রাসায়নিক সার বর্জন করে জৈব পদ্ধতিতে সবজি চাষের পরামর্শ দেবে আগামী দিনে বলে অঙ্গিকারবর্ধ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : মর্মান্তিক! মাটি খুঁড়ে উদ্ধার সদ্যজাত শিশু, তীব্র চাঞ্চল্য বর্ধমানে
ভরতপুর এক নং ব্লক কৃষি আধিকারিক জানান, কন্যাশ্রী যোদ্ধারা সামাজিক কাজে ইতি মধ্যেই যুক্ত হয়েছেন। এবার তাদেরকে কৃষি দফতরের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আত্মাপ্রকল্পের মাধ্যমে তাদের কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : অস্ট্রেলিয়ার নাগরিকের চুরি যাওয়া ট্যাব, ক্যামেরা, হাজার হাজার টাকা উদ্ধার! গ্রেফতার ২
মাশরুম চাষ সহ বিভিন্ন সব্জীর বীজ তুলে দেওয়া হল এই প্রশিক্ষণ শিবির শেষে। ভরতপুর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের ৫০জন কন্যাশ্রী যোদ্ধাদের এই প্রশিক্ষণ ও বীজ তুলে দেওয়া হল। জৈব পদ্ধতিতে চাষ করে বিভিন্ন স্কুলে ছড়িয়ে দেওয়া মুল উদ্দেশ্য বলে জানান ব্লক কৃষি আধিকারিক। তবে কন্যাশ্রী ছাত্রীরা জানান, "বাড়ি কিংবা স্কুলে কীভাবে জৈব পদ্ধতিতে চাষ করে কিভাবে লাভ হবে তা আমাদের প্রশিক্ষণ দেওয়া হল। এই প্রশিক্ষণের ফলে আমরা উপকৃত হব। স্কুল ও বাড়ির আশেপাশে জৈব পদ্ধতিতে চাষ করা হবে এতে লাভবান হবেন সকলেই বলে আশা কন্যাশ্রী যোদ্ধা ছাত্রীদের।" তবে কন্যাশ্রী যোদ্ধাদের নাবালিকার বিয়ে রদ করার কথা ভাবা হয়েছিল, এইবার কৃষির কাজের সঙ্গেও যুক্ত করা হল।
কৌশিক অধিকারী