Siliguri News: অস্ট্রেলিয়ার নাগরিকের চুরি যাওয়া ট্যাব, ক্যামেরা, হাজার হাজার টাকা উদ্ধার! গ্রেফতার ২

Last Updated:

Siliguri News : নিউ জলপাইগুড়ি স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে অস্ট্রেলিয়ান নাগরিকের চুরি যাওয়া ব্যাগ উদ্ধার করল নিউ জলপাইগুড়ির জিআরপি থানার পুলিশ

+
অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া নাগরিকের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

#শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে অস্ট্রেলিয়ান নাগরিকের চুরি যাওয়া ব্যাগ উদ্ধার করল নিউ জলপাইগুড়ির জিআরপি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ ই নভেম্বর নিউ জলপাইগুড়ি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে অস্ট্রেলিয়ান নাগরিক রুবেল জনাথন পেটলি ট্রেন ধরার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন সেই সময় তাঁর কাছে থাকা তিনটি ব্যাগের মধ্যে একটি ব্যাগ চুরি যায়। ওই ব্যাগে ছিল একটি ম্যাক বুক, একটি ট্যাব, ক্যামেরা, ১৭০০০ টাকা । এরপরই ওই ব্যক্তি শিলিগুড়ির এনজিপি জিআরপি থানাতে অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার সকালে এনজেপির পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই দুজন অভিযুক্তের মধ্যে একজনের নাম দীপক বর্মন, অপরজনের নাম শান্তনু কর।
advertisement
এদিন নিউ জলপাইগুড়ির জিআরপি থানার আই সি অনুপম মজুমদার সাংবাদিক বৈঠক করে বলেন, "অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয়। এরপরই ধৃতদের আজ গ্রেফতার করা হয়েছে। তবে ইতিমধ্যেই অভিযোগকারী অস্ট্রেলিয়া রওনা হয়ে গিয়েছে, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান এমব্যাসিতে বিষয়টি জানানো হয়েছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।"
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: অস্ট্রেলিয়ার নাগরিকের চুরি যাওয়া ট্যাব, ক্যামেরা, হাজার হাজার টাকা উদ্ধার! গ্রেফতার ২
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement