দিনটা ছিল শুক্রবার, ১১মে, ২০১৮। গাঁটছড়ায় বাঁধা পড়লেন রাজ-শুভশ্রী। সারাটাদিন ধরে বাওয়ালি রাজবাড়িতে একের এক আচার অনুষ্ঠান সারা হল। অবশ্য বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছিল রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠান ৷ আইবুড়ো ভাত থেকে মেহেন্দি ৷ সঙ্গীতের ফোটোশ্যুট থেকে নাচ-গান সবই হয়েছে জমিয়ে ৷ আর বিয়ের আয়োজন যে এলাহি ছিল সে তো সবারই জানা ৷ তবে টলি অভিনেত্রীর বিয়ের লুক কিন্তু এখনও মেয়েদের মনে গেঁথে রয়েছে। সামনেই বিয়ের সিজন, আর যখন আপনি আপনার নিজের বিয়ের লুক নিয়ে চরম দ্বন্দ্বে রয়েছেন, তখনই সমাধান দিচ্ছে news18bangla. মনে করিয়ে দিই আপনাকে সেই অতি চর্চিত শুভশ্রীর মতো সাবেকি সাজ...