মুর্শিদাবাদের কান্দি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই শতাব্দী প্রাচীন পুকুরটি। ছাতিনাকান্দি তাঁতি পাড়ার সিং পুকুরের উপর এলাকার বেশ কয়েক হাজার মানুষ নির্ভরশীল। কিন্তু মাটি ফেলে সেই পুকুরই ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ। এলাকার বাসিন্দারই বিষয়টি কান্দি পুরসভা ও কান্দি থানায় জানান। এরপরই পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন পুরকর্তারা।
advertisement
আরও পড়ুন: ইসলামপুর পুলিশের বড় সাফল্য! বিপুল চোরাই বাইকের সঙ্গে উদ্ধার আগ্নেয়াস্ত্র
এই পুকুর ভরাট নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে চুপিচুপি মাটি ফেলে পুকুর ভরাটের কাজ চলছিল। এই বেআইনি কাজ আটকাতেই তাঁরা প্রশাসনিক কর্তাদের খবর দেন বলে জানিয়েছেন। অভিযোগ পেয়ে কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক নিজে উদ্যোগ নিয়েই পুকুর ভরাট থামিয়ে দেন। পুরপ্রধান জানান, পুকুর ভরাট সম্পুর্ণ বেআইনি কাজ। পুকুরের মালিককে ডেকে পাঠানো হয়েছে পুরসভায়। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৌশিক অধিকারী