দীর্ঘপথ পাড়ি দেবার সময় রাত্রি বাস করেছেন কখনও রেলওয়ে স্টেশনে কখনো পেট্রল পাম্পে, কখনও বা হাসপাতাল কখনও বা ফুটপাত কখনো বা আবাসিক হোটেলে। অনেক জায়গায় সংবর্ধনা পেয়ে সে খুবই আপ্লুত এবং গর্ববোধ করে। সে বলে এ দীর্ঘ পথে অনেকেই আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এবং উৎসাহিত করেছে , সে আরও তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করার সময় বলেন।
advertisement
আরও পড়ুনঃ প্রযুক্তির কাছে হার মেনেছে মাটির কলসি
তার সঙ্গে একটা কম্বল ছিল রাস্তায় একজনকে অসহায় কে দান করে দেয় তার সঙ্গে একটি ছাতা ছিল সেই ছাতা বৃষ্টির মধ্যে এক পথশিশুকে দিয়ে দেয়। তারপরেও সে নিজে হাঁটা শুরু করে এমন অনেক অভিজ্ঞতার কথা জানাই।
আরও পড়ুনঃ বহরমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের
জোজো জর্জ এর বাবা , মা ,ভাই বোন এবং তার স্ত্রী ও এক মেয়ে আছে বলে সে জানায়। তিনি বলেন আমার এই যাত্রা পথে আমি বলতে চাই যে এই ভারতবর্ষে আমরা সবাই এক , আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয়।
KOUSHIK ADHIKARY





