TRENDING:

Murshidabad News: ঝুলন উৎসবেও এবার থিমের ছোঁয়া! উঠে এসেছে সমাজের নানা দিক

Last Updated:

বাঙালির একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় উৎসব হল ঝুলন যাত্রা। ঝুলন পূর্ণিমার আগে এক সপ্তাহব্যাপী এই ঝুলন উৎসবে মেতে ওঠে নগরবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন। ঠিক এইরকম একটি জনপ্রিয় উৎসব হল ঝুলন যাত্রা। ঝুলন পূর্ণিমার আগেই বাঙালির ঘরে ঘরে ঝুলন পাতার পর্ব বর্তমানে একেবারেই শেষ। তবে এই বিশেষ অনুষ্ঠানকে ঘিরে ঐতিহাসিক শহর বহরমপুরে উৎসাহ নেহাতই কম নয়। প্রায় লুপ্ত হয়ে যাওয়া বাঙালির এই প্রাচীন ঐতিহ্য যা আজও বজায় রয়েছে ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায়। নতুন বাজার, নেতাজি রোডে বিশেষ ভাবে থিম পরিবর্তন করে এই ঝুলন যাত্রা পালন করা হচ্ছে।
advertisement

কথায় আছে, বাঙালীর একটি গুরুত্বপূর্ন ও জনপ্রিয় উৎসব হল ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা মূলত বৈষ্ণব ধর্মের বিভিন্ন উৎসবগুলির মধ্যে অন্যতম একটি উৎসব। মথুরা, বৃন্দাবনের পাশাপাশি বাংলাতেও নাচ, গান, আনন্দের সঙ্গে রাধা কৃষ্ণের আরাধনায় মেতে ওঠে সকলেই। ঝুলন যাত্রা নিয়ে ছোট বেলার সুন্দর কিছু স্মৃতি যেন সকলের মনেই চিরজীবন বহাল থাকে।

advertisement

আরও পড়ুন ঃ সাতসকালে বাইক নিয়ে বেরিয়ে বিপত্তি, ডোমকলে মর্মান্তিক দুর্ঘটনার বলি ৩

তবে আম বাঙালীর কাছে ঝুলন মানেই ছোট ছোট মূর্তি দিয়ে বাস্তবিক জীবনের বিভিন্ন কাহিনি ফুটিয়ে তোলা। ঠিক এমনই এক অভিনব উদ্যোগ নিল বহরমপুরের নতুন বাজার রোডে। এখানকার ঝুলন যাত্রার বিশেষত্ব হল এই চারদিন রাধা কৃষ্ণ-এর মূর্তি ছাড়ও প্রতেকদিন বিভিন্ন রকমের থিম বদলান হচ্ছে।

advertisement

View More

সেই থিম ফুটবলের হতে পারে, হাসপাতালও রয়েছে। এছাড়াও বিভিন্ন থিম রয়েছে ভাবনায় বলে জানান ঋত্বিকা। এছাড়াও বড়দের সঙ্গে ছোটোরাও ঝুলন সাজাতে সাহায্য করে এই ঝুলন যাত্রায়। সব কিছু রয়েছে, একদিকে চিড়িয়াখানা, গান বাজনা, বিয়ের ব্যান্ডপার্টি যাচ্ছে, সাঁওতালি নাচও রয়েছে। এছাড়াও রয়েছে আরও অনেক কিছু।

সেরা ভিডিও

আরও দেখুন
রাজ্যে হু হু করে বাড়ছে 'এই' ব্যবসা!বাঁকুড়ার ব্যবসায়ীর দেখানো পথ দিতে পারে অঢেল লক্ষ্মীলাভ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ঝুলন উৎসবেও এবার থিমের ছোঁয়া! উঠে এসেছে সমাজের নানা দিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল