Murshidabad News: সাতসকালে বাইক নিয়ে বেরিয়ে বিপত্তি, ডোমকলে মর্মান্তিক দুর্ঘটনার বলি ৩
- Published by:Debamoy Ghosh
- local18
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
শনিবার সাতসকালে একটি মোটরবাইকে করে তিনজন ডোমকলের দিক থেকে জলঙ্গির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি গাছে ধাক্কা মেরে নয়ানজুলিতে ছিটকে পড়ে।
ডোমকল: পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল তিন বাইক আরোহীর। শনিবার মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল জলঙ্গি রাজ্য সড়কের মেহেদিপাড়া মোড় সংলগ্ন এলাকায়। মৃতদের নাম রাজীব শেখ (২৫), সেন্টু মণ্ডল(৩৪) ও শরিফুল শেখ (২৪)। তাঁদের বাড়ি জলঙ্গি থানার ঝাওদিয়া মধ্যপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ৷ ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারজুড়ে।
শনিবার সাতসকালে একটি মোটরবাইকে করে তিনজন ডোমকলের দিক থেকে জলঙ্গির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি গাছে ধাক্কা মেরে নয়ানজুলিতে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে৷
advertisement
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এক প্রত্যক্ষদর্শী জানান, ‘সকালে অনেকেই এই রাস্তা দিয়ে হাঁটতে যায়। আমিও সকালে হাটতে যাওয়ার সময় দেখি তিনজন নয়ানজুলিতে পড়ে রয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।’
advertisement
মৃতের আত্মীয় মারজুন মণ্ডল বলেন, ‘ওরা তিনজন সকালে মোটরবাইক করে বেড়াতে বেড়িয়েছিল বলে জানতে পেরেছি। তবে কীভাবে যে দুর্ঘটনা ঘটেছে জানা নেই।5’
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2023 6:25 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সাতসকালে বাইক নিয়ে বেরিয়ে বিপত্তি, ডোমকলে মর্মান্তিক দুর্ঘটনার বলি ৩