সূত্রের খবর, মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত জলঙ্গী থানার ঘোষপাড়া এলাকায় বিএসএফ ও জলঙ্গী থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। ওই এলাকা থেকে বাংলাদেশের ১০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। তারা বৈধ কাগজপত্র না দেখাতে পারার কারণেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন সূত্রে। ধৃতদের বুধবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কী কারণে অবৈধভাবে ভারতে প্রবেশ করল তারা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: '২৬/১১-র হামলাকারীরা তো এ দেশেই ঘুরে বেড়াচ্ছে', পাকিস্তানে বসেই জোর গলায় বললেন জাভেদ আখতার
তবে সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে বাংলাদেশী নাগরিক অনুপ্রবেশের ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার জলঙ্গীতে বিএসএফের হাতে পাকড়াও হয়েছে বাংলাদেশী নাগরিকরা। গত ১৫ ফেব্রুয়ারি ফরাক্কাতে গ্রেফতার হয় বাংলাদেশী নাগরিক। অন্যদিকে চলতি মাসে ৯ই ফেব্রুয়ারি জলঙ্গীতে গ্রেফতার হয় বাংলাদেশী নাগরিক। গত ৯ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার জলঙ্গীর ১৪১নং বিএসএফ ব্যাটালিয়নের ফরাজীপাড়া BOP এলাকায় বিএসএফের হাতে গ্রেফতার হয় ৮ জন বাংলাদেশী নাগরিক।
জলঙ্গী দিয়ে বারবার বাংলাদেশী অনুপ্রবেশকারীরা প্রবেশ করার আগেই ফের বাংলাদেশী নাগরিকের গ্রেফতার করল পুলিশ। তবে বারবার পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা কে কাজে লাগিয়ে কেন ভারতেও প্রবেশ করছে বাংলাদেশীরা নাগরিকরা তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
কৌশিক অধিকারী