Javed Akhtar in Pakistan: '২৬/১১-র হামলাকারীরা তো এ দেশেই ঘুরে বেড়াচ্ছে', পাকিস্তানে বসেই জোর গলায় বললেন জাভেদ আখতার

Last Updated:

বিখ্যাত উর্দু কবি ফৈয়জ আহমেদ ফৈয়জের স্মরণে তিন দিনের একটি সাহিত্য সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের লাহোরে গিয়েছিলেন জাভেদ আখতার৷

পাকিস্তানে জাভেদ আখতার৷
পাকিস্তানে জাভেদ আখতার৷
লাহোর: ২৬/১১ মুম্বই হামলার চক্রীরা এখনও পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে৷ তাই এ নিয়ে ভারতীয় ক্ষোভ প্রকাশ করলে পাকিস্তানিদের খারাপ লাগা উচিত নয়৷ লাহোরের মাটিতে দাঁড়িয়েই একটি অনুষ্ঠানে পাকিস্তানিদের এ কথা মনে করিয়ে দিলেন গীতিকার এবং লেখক জাভেদ আখতার৷
বিখ্যাত উর্দু কবি ফৈয়জ আহমেদ ফৈয়জের স্মরণে তিন দিনের একটি সাহিত্য সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের লাহোরে গিয়েছিলেন জাভেদ আখতার৷ সেখানেই ফৈয়জ ফেস্টিভ্যাল ২০২৩ শীর্ষক একটি অনুষ্ঠান চলাকালীন একজন পাকিস্তানি নাগরিক জাভেদ আখতারের উদ্দেশ্যে দর্শকাসন থেকে বলেন, তিনি যেন ভারতে শান্তির বার্তা নিয়ে ফিরে এসে সবাইকে বোঝান যে পাকিস্তান বন্ধুত্বপূর্ণ এবং ইতিবাচক একটি দেশ৷
advertisement
advertisement
জবাবে রাখঢাক না করেই জাভেদ আখতার বলেন, 'আমাদের পরস্পরকে দোষ দিয়ে লাভ নেই৷ তাতে সমস্যার সমাধান হবে না৷ পরিবেশ ঠান্ডা হওয়া উচিত৷ আমরা তো বম্বের (মুম্বই) বাসিন্দা৷ আমরা দেখেছি ওখানে কীভাবে হামলা চালানো হয়েছিল৷ হামলাকারীরা তো নরওয়ে, মিশর থেকে আসেনি৷ তারা এখনও আপনাদের দেশে ঘুরে বেড়াচ্ছে৷ ফলে এটা নিয়ে যদি ভারতীয়দের মনে ক্ষোভ থাকে, তাহলে আপনাদের খারাপ লাগা উচিত নয়৷'
advertisement
advertisement
জাভেদ আখতার আরও বলেন, 'নুসরত ফতেহ আলি খান, মেহেদি হাসানরা বরাবর ভারতে অন্যরকমের সম্মান পেয়েছেন৷ তাঁরা ভারতে এসে অনুষ্ঠানও করেছেন৷ কিন্তু পাকিস্তান কোনও দিন লতা মঙ্গেশকরকে অনুষ্ঠান করার জন্য ডাকেনি৷'
advertisement
জাভেদ আখতার বলেন, 'মেহেদি হাসানকে ভারতে শ্রদ্ধার চোখে দেখা হত৷ তিনি যখন ভারতে গিয়েছিলেন, শাবানা (আজমি) অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, আমি অনুষ্ঠানের জন্য লেখালেখি করেছিলাম৷ ওই অনুষ্ঠানে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে উপস্থিত ছিলেন৷ যখন ফৈয়জ সাহেব ভারতে যান, মনে হয়েছিল কোনও রাষ্ট্রনেতা এসেছেন৷ সর্বত্র তা দেখানো হয়েছিল৷ কিন্তু পি টিভি-তে আপনারা কখনও সাহির লুধিয়ানভি, কাইফি আজমি অথবা আলি সর্দার জাফরির সাক্ষাৎকার দেখেছেন? ভারতে কিন্তু তা দেখানো হয়েছে৷ ভুল বোঝাবুঝি দু' দিকেই আছে৷ হয়তো আপনাদের দিক থেকে একটু বেশি আছে৷
advertisement
advertisement
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা চালিয়েছিল দশ জন পাকিস্তানি জঙ্গিদের একটি দল৷ সেই হামলায় মোট ১৬৬ জনের মৃত্যু হয়৷ ৩০০ জন আহত হন৷ ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ৯ জন জঙ্গির মৃ্ত্যু হয়৷ জীবিত অবস্থায় ধরা পড়ে আজমল কাসাভ৷ ২০১২ সালের ২১ নভেম্বর তাঁর ফাঁসির সাজা হয়৷
পাকিস্তান সফরে গিয়ে অবশ্য সেদেশের জনপ্রিয় অভিনেতা গায়ক আলি জাফরের আমন্ত্রণে একটি ব্যক্তিগত অনুষ্ঠানেও যান জাভেদ আখতার৷ সেই অনুষ্ঠানের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, জাভেদ আখতারের উপস্থিতিতেই তাঁর লেখা এবং কিশোর কুমারের গাওয়া ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় ছবি মশাল-এর জনপ্রিয় গান জিন্দগি আ রহা হু ম্যাঁয় গানটি গাইছেন আলি জাফর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Javed Akhtar in Pakistan: '২৬/১১-র হামলাকারীরা তো এ দেশেই ঘুরে বেড়াচ্ছে', পাকিস্তানে বসেই জোর গলায় বললেন জাভেদ আখতার
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement