মুর্শিদাবাদ জেলার লালগোলা রহমাতুল্লা হাই মাদ্রাসার ছাত্রী সিয়াতুন নেশা জেলায় প্রথম এবং রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। আবার এই স্কুলেরই ছাত্র মুস্তাফিজুর রহমান জেলায় যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। এই খবর পেয়েই লালগোলা পঞ্চায়েত প্রধান অজয় ঘোষের উদ্যোগে ব্লকের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল। ওই ছাত্র ছাত্রীদের বাড়ি গিয়ে তাদের সংবর্ধনা দিয়ে তাদের মিষ্টি মুখ করালেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় ঘোষ। পাশাপাশি ভবিষ্যতে তাদের পড়াশোনার জন্য সবরকম ভাবে পাশে থাকার বার্তা দেন তিনি।
advertisement
আরও পড়ুন- মুর্শিদাবাদে খোশ মেজাজে দেখা দিলেন দিলীপ ঘোষ! দেখুন..
জেলায় প্রথম স্থান অর্জন করে সিয়াতুন নেশা প্রথমে তার শিক্ষা গুরুদের ধন্যবাদ জানান। আগামী দিনে ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান সিয়াতুন।বাড়ির মেয়ের এই সাফল্যে পরিবারের সকলে আনন্দে আত্মহারা। সিয়াতুন নেশার সাফল্যে খুশির হাওয়া গোটা জেলা সহ শিক্ষক মহলে।
আরও পড়ুন- বোরখা পরে ফাইল চুরি! সুতির হারুয়া পঞ্চায়েত অফিসে ধুন্ধুমার কাণ্ড!
দরিদ্র পরিবারে মাধ্যমিকের কৃতী ছাত্রী সিয়াতুন নেশা। সে জানায়, এবার বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে চিকিৎসক হতে চান। তবে লকডাউনে পড়াশুনার ক্ষতি না হলেও, স্কুলের শিক্ষকদেরকে এই ফলাফল উৎসর্গ করেছেন এই কৃতী ছাত্রী।
Koushik Adhikary