Murshidabad News- বোরখা পরে ফাইল চুরি! সুতির হারুয়া পঞ্চায়েত অফিসে ধুন্ধুমার কাণ্ড!

Last Updated:

বোরখা পরে পঞ্চায়েত অফিসে ফাইল চুরি! ঘরে গিয়ে আলমারি খোলার চেষ্টা করে চোর। আলমারি খুলতে না পেরে টেবিলের ওপরে থাকা ফাইলটি চুরি করে নিয়ে যায়।

+
হারুয়া

হারুয়া গ্রাম পঞ্চায়েতে চুরি যাচ্ছে ফাইল 

#সুতিঃ মুর্শিদাবাদ জেলার সুতির হারুয়া পঞ্চায়েত অফিসের ফাইল চুরিকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এইদিন হারুয়া গ্রামে দুয়ারে সরকারের ক্যাম্প চলাকালীন পরিকল্পনা মাফিক সেক্রেটারির বসার ঘর থেকে চারটি ফাইল চুরি করে নিয়ে যায় চোর।
সূত্র মারফত জানা গিয়েছে, দুয়ারে সরকারের ক্যাম্প চলার কারণে পঞ্চায়েতের একাধিক অফিস স্টাফ শিবিরে রয়েছে। তারই সুযোগ বুঝে কালো বোরখা পড়ে এক চোর প্রবেশ করে পঞ্চায়েতের ভেতরে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সেক্রেটারি ঘর থেকে বের হলে, সেই ঘরে গিয়ে আলমারি খোলার চেষ্টা করে সে। আলমারি খুলতে না পেরে টেবিলের ওপরে থাকা ফাইলটি চুরি করে নিয়ে যায় চোর। বোরখা পরে থাকায় তাকে চিনতে পারেনি কেউ।
advertisement
advertisement
ঘটনায় ইতিমধ্যে এসে পৌঁছেছে সুতি থানার অন্তর্গত আহিরণ ফাঁড়ির পুলিশকর্মীরা। সুতি ১ ব্লকের বিডিও মোঃ রিয়াজুল হক-কেও বিষয়টি জানান পঞ্চায়েতের কর্মীরা। এই ঘটনার খবর পেয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছন পুলিশ প্রশাসন। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
গ্রাম পঞ্চায়েতের কর্মীরা জানান, "টেবিল থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইল চুরি হয়ে যায়। আমরা এখন খুব আতঙ্কিত। আমাদের পঞ্চায়েত অফিসে একটি নিরাপত্তারক্ষী দরকার। না হলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।"
এই ঘটনার জেরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান জানান, "এটা খুব দুর্ভাগ্যজনক। পঞ্চায়েত অফিস থেকে ফাইল চুরি যাচ্ছে। আমরা পুলিশের কাছে আবেদন রাখব সঠিকভাবে তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে।"
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- বোরখা পরে ফাইল চুরি! সুতির হারুয়া পঞ্চায়েত অফিসে ধুন্ধুমার কাণ্ড!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement