আরও পড়ুন: দেবী এখানে পূজিতা হন দুর্গা-কালী দুই রূপেই! প্রাচীন এই মন্দিরে ভিড় জমায় হাজার হাজার ভক্ত
এদিকে ওই হাসপাতালেই ইতিমধ্যে ৮ লক্ষ টাকা চিকিৎসার বিল হয়ে গিয়েছে। সেই টাকা মিটিয়ে কীভাবে আজিজুরকে বাড়ি নিয়ে আসবে বুঝে পাচ্ছে না পরিবার। মুর্শিদাবাদের হরিহরপাড়ার আব্দুলপুর গ্রামে বাড়ি এই পরিযায়ী শ্রমিকের। পরিবারের মোট সদস্য ৫ জন। তার মধ্যে একমাত্র রোজগেরে আজিজুর, আজ তিনি আহত হয়ে কেরলের হাসপাতালে শয্যাশায়ী। অবশেষে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবারটি।
advertisement
বাংলা থেকে ভিন রাজ্যে রুটি-রুজির সন্ধানে যান একাধিক শ্রমিক৷ সেখানে গিয়ে তাঁরা দুর্ঘটনারও স্বীকার হন৷ তবে পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে বাড়ি-ঘর ছেড়ে ভিন রাজ্যে একটু ভাল থাকার আশায় পাড়ি দেন এই তাঁরা৷ সেখানে চলে প্রতিনিয়ত যুদ্ধ৷ অন্ধকার কুঠুরির স্যাঁতস্যাঁতে ঘরে কোনওরকমে দিন গুজরান করেন এই পরিয়ায়ী শ্রমিকরা৷ অসুস্থ হয়ে পড়লে কিংবা মৃত্যু হলে পরিবারের লোকজন শেষ দেখা দেখতে পাবেন কিনা তা নিশ্চিত নয়৷ এভাবেই অনিশ্চয়তার সঙ্গী করে কোনওরকমে টিকে আছেন তাঁরা।
কৌশিক অধিকারী