এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোরের। সে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। এছাড়াও আহত হন আরও তিনজন। দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়ক সংলগ্ন কুড়লি মোড় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম সাহো রিয়ার সেখ (১৬)। তাঁর বাড়ি ভগবানগোলা এলাকায়। জানা গিয়েছে, সাহো রিয়ার সেখ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। অকালেই ঝরে গেল একটি তরতাজা প্রাণ। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি উদ্ধার করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে। মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে।






