বিদ্যালয় চত্বরে বসে ২২টি রঙিন স্টল। কোথাও চিকেন পকোড়া, কোথাও মালপোয়া, মোমো, পিঠে-পুলি, পাটিসাপটা, ফুচকা, ঘুগনি, মশলা মুড়ি, মুখরোচক খাবারের সমাহারে কার্যত খাবারের স্বর্গে পরিণত হয় স্কুল। সব থেকে বেশি নজরকাড়ে ক্ষীরের তৈরি পুতুল। ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি নানা খাবার সাজিয়ে বসে। পিঠেপুলি, আতপ চালের রুটি ও চিকেন কষা, চিকেন পোলাও, ডিমের হালুয়া, পাটিসাপটা, ঘুগনি মুড়ি সহ ঐতিহ্যবাহী ও আধুনিক খাবারের সমাহারে জমে ওঠে মেলা।
advertisement
আরও পড়ুন: বীভৎস দুর্ঘটনা, ছিঁড়ে বেরোল মহিলার মাথার সব চুল! চলন্ত ভ্যানে খোলা চুলে বসাই কাল হল
খাদ্য মেলায় সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও এদিনের মঞ্চ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। শুধু খাবারের স্বাদেই নয়, নিজের হাতে রান্না করে তা পরিবেশন করার মধ্য দিয়ে আত্মনির্ভরতা, সৃজনশীলতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে পড়ুয়ারা। খাদ্য মেলাকে ঘিরে স্কুল চত্বরে তৈরি হয় উৎসবের আমেজ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পড়ুয়াদের উপস্থিতিতে দিনভর ছিল ভিড় ও উচ্ছ্বাস। শিক্ষিকাদের মতে, এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বাস্তব জীবনের নানা গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনে বিশেষ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি এমন সৃজনশীল কর্মকাণ্ড পড়ুয়াদের সর্বাঙ্গীন বিকাশে সহায়ক বলেও জানান তাঁরা। সব মিলিয়ে পড়ুয়াদের হাতের জাদুতে হরিহরপাড়া হাই স্কুলের এই ফুড ফেস্টিভ্যাল হয়ে উঠল স্মরণীয়, আনন্দময় ও অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত।





