TRENDING:

Book Fair: খুদে পাঠকদের ভিড়ে জমজমাট মুর্শিদাবাদ বইমেলা! পড়ুয়াদের মোবাইল আসক্তি তাড়াতে দারুণ প্রয়াস, খুশি অভিভাবকরা

Last Updated:

Murshidabad Book Fair: মুর্শিদাবাদ জেলার কান্দি হ্যালিফক্স মাঠে শুরু হয়েছে বইমেলা। পড়ুয়াদের মোবাইল থেকে দূরে রাখতে বইমেলা কমিটির অভিনব উদ্যোগ। বাসে, টোটোতে করে বইমেলা নিয়ে আসা হচ্ছে জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মোবাইলমুখী খুদে ছাত্র ছাত্রীদের মোবাইল থেকে দূরে রাখতে মুর্শিদাবাদে বইমেলা কমিটির অভিনব উদ্যোগ। বাসে, ছোট গাড়ি, টোটোতে করে বইমেলা নিয়ে আসা হমল বিভিন্ন স্কুলের পড়ুয়াদের। ছোট খুদেদের ভিড়ে জমজমাট হয়ে উঠল বইমেলা।
advertisement

অভিভাবকদের সঙ্গেও আসছে বিভিন্ন বয়সের শিশু-কিশোররা। দুপুরের পর থেকে শিশুচত্বরে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীরা খুদে পাঠকদের নিয়ে ছিলেন ব্যস্ত। শিশুরা বাবা-মায়ের কাছে আবদার করে বই কিনছে। নতুন নতুন বইয়ের পাতা উল্টে দেখছে।

আরও পড়ুনঃ ভূমিহীনদের জমির অধিকার দিতে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী! বীরভূমে ৬৫৪ জনকে সরকারি পাট্টা প্রদান, কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ

advertisement

মুর্শিদাবাদ জেলার কান্দি হ্যালিফক্স মাঠে চলছে ছ’দিন ব্যাপি তৃতীয় বর্ষের বইমেলা। বইমেলা শুধু অভিভাবকরা নয়, দুপুর হতেই বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে আসা হল বইমুখী করার জন্য। মূলত বই পড়ুক ছাত্র ছাত্রীরা। কিনে নিয়ে যাক একটি বই। বই হল আসল বন্ধু। তাই মোবাইলের কুফল ও বইয়ের সুফল সম্পর্কে ধারণা দিতেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। নিত্যদিন প্রায় ১৫টি করে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করছেন বইমেলা চত্বরে। প্রায় ১৫ লক্ষ টাকার বেশি এখনও পর্যন্ত বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জয়দেব বাবু জানিয়েছেন, ২৬ বছর আগে বইমেলা হত কান্দি শহরে। তারপর বন্ধ হয়েছিল বইমেলা। পরপর তিনবছর কান্দি পৌরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বইমেলা চলছে। আমরা চাই যে সবাই আসুন বইমেলা ঘুরে দেখুন। একটি অন্তত বই কিনে বাড়ি নিয়ে যান। বই আসল বন্ধু। যে কারণে স্কুলের খুদে পড়ুয়াদেরকেও বইমুখী করতে এই প্রয়াস গ্রহণ করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুখ ফুটে বলতে না পারলেও তিনি বুঝে নেন, বিনা পয়সাতেও করেন চিকিৎসা, গরিবের ডাক্তার তিনি...
আরও দেখুন

অন্যদিকে ছোট খুদে শিশুরা বিভিন্ন রকমের মজার বই কিনতে পেরে দারুণ খুশি।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Book Fair: খুদে পাঠকদের ভিড়ে জমজমাট মুর্শিদাবাদ বইমেলা! পড়ুয়াদের মোবাইল আসক্তি তাড়াতে দারুণ প্রয়াস, খুশি অভিভাবকরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল