অভিভাবকদের সঙ্গেও আসছে বিভিন্ন বয়সের শিশু-কিশোররা। দুপুরের পর থেকে শিশুচত্বরে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীরা খুদে পাঠকদের নিয়ে ছিলেন ব্যস্ত। শিশুরা বাবা-মায়ের কাছে আবদার করে বই কিনছে। নতুন নতুন বইয়ের পাতা উল্টে দেখছে।
advertisement
মুর্শিদাবাদ জেলার কান্দি হ্যালিফক্স মাঠে চলছে ছ’দিন ব্যাপি তৃতীয় বর্ষের বইমেলা। বইমেলা শুধু অভিভাবকরা নয়, দুপুর হতেই বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে আসা হল বইমুখী করার জন্য। মূলত বই পড়ুক ছাত্র ছাত্রীরা। কিনে নিয়ে যাক একটি বই। বই হল আসল বন্ধু। তাই মোবাইলের কুফল ও বইয়ের সুফল সম্পর্কে ধারণা দিতেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। নিত্যদিন প্রায় ১৫টি করে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করছেন বইমেলা চত্বরে। প্রায় ১৫ লক্ষ টাকার বেশি এখনও পর্যন্ত বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়দেব বাবু জানিয়েছেন, ২৬ বছর আগে বইমেলা হত কান্দি শহরে। তারপর বন্ধ হয়েছিল বইমেলা। পরপর তিনবছর কান্দি পৌরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বইমেলা চলছে। আমরা চাই যে সবাই আসুন বইমেলা ঘুরে দেখুন। একটি অন্তত বই কিনে বাড়ি নিয়ে যান। বই আসল বন্ধু। যে কারণে স্কুলের খুদে পড়ুয়াদেরকেও বইমুখী করতে এই প্রয়াস গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে ছোট খুদে শিশুরা বিভিন্ন রকমের মজার বই কিনতে পেরে দারুণ খুশি।





