advertisement

Birbhum News: ভূমিহীনদের জমির অধিকার দিতে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী! বীরভূমে ৬৫৪ জনকে সরকারি পাট্টা প্রদান, কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ

Last Updated:

Birbhum News: বীরভূম জেলা জুড়ে ভূমি ও কৃষিতে বড় স্বস্তি! ৬৫৪ জন উপভোক্তা পেলেন সরকারি জমির পাট্টা। এছাড়াও কৃষকদের শস্য বিমার টাকা ও ট্রাক্টর-সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

+
বীরভূমে

বীরভূমে ৬৫৪ জনকে জমির পাট্টা দেওয়া হল

সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূম জেলায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হল সিউড়ি ১ ব্লকের কড়িষ্যা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের মাঠে। এদিন জেলাজুড়ে ভূমিহীন ও প্রান্তিক মানুষদের হাতে জমির সরকারি পাট্টা তুলে দেওয়ার পাশাপাশি শস্য বিমার টাকা ও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন মোট ৬৫৪ জন উপভোক্তার হাতে জমির সরকারি পাট্টা তুলে দেওয়া হয়েছে। পাট্টা প্রাপকের সংখ্যার নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে দুবরাজপুর ব্লক, যেখানে ১৬২টি পাট্টা বিতরণ করা হয়েছে। অন্যদিকে মুরারই ২, ময়ূরেশ্বর ২ এবং লাভপুর ব্লকে এদিন কোনও পাট্টা বিতরণ হয়নি। তবে প্রশাসন সূত্রের খবর, আগামী দিনে আরও কয়েক জনকে সরকারি পাট্টা দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ চলন্ত বাসে হঠাৎই ধোঁয়া! মুহূর্তে দাউদাউ করে জ্বলে উঠল, অল্পের জন্য রক্ষা পেলেন বহরমপুর থেকে কলকাতাগামী যাত্রীরা
অনুষ্ঠানের মঞ্চ থেকে ১৭ জন উপভোক্তার হাতে ট্রাক্টর, হ্যান্ড ট্রাক্টর, স্প্রে মেশিন-সহ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রকৃত প্রাপকদের হাতে শস্য বিমার টাকাও দেওয়া হয়। জেলা সভাধিপতি কাজল শেখ উপভোক্তাদের হাতে পাট্টা ও সামগ্রী তুলে দেন। মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার আমনদীপ, বোলপুরের সাংসদ অসিত মাল-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দামোদরকে নিয়ে কাটাছেঁড়া! দুঃখের নদের রোষে বর্ধমানের ‘লাইফলাইন’, অস্তিত্বের সঙ্কটে নিম্ন অববাহিকার জনজীবন
জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, যাঁদের নিজের বাড়ি নেই, যাঁরা মাটির বাড়িতে থাকেন বা যাঁদের ছাদহীন অবস্থায় জীবন কাটাতে হয় সেই মানুষদের কথা ভেবেই সরকার সরাসরি তাঁদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দিচ্ছে। পাশাপাশি সারা বাংলার ভূমিহীন মানুষদের জমির অধিকার দিতে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। তাঁর নির্দেশে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটি ব্লকেই পাট্টা বিতরণ করা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে কৃষকদের জন্য যে সব আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে, সেগুলি এ দিন সরাসরি কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলে কৃষিজীবী ও শ্রমজীবী মানুষ উপকৃত হবেন এবং কৃষিকাজ আরও সহজ ও উৎপাদনশীল হবে বলে আশাবাদী জেলা প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: ভূমিহীনদের জমির অধিকার দিতে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী! বীরভূমে ৬৫৪ জনকে সরকারি পাট্টা প্রদান, কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement