East Bardhaman News: দামোদরকে নিয়ে কাটাছেঁড়া! দুঃখের নদের রোষে বর্ধমানের 'লাইফলাইন', অস্তিত্বের সঙ্কটে নিম্ন অববাহিকার জনজীবন
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Bardhaman News: প্রতিবছরই বিভিন্ন কারণে গতিপথ বদলাচ্ছে দামোদর নদ। যার ফলে ভবিষ্যতে নদের নিম্ন অববাহিকার জনজীবনকেই বিপর্যস্ত হবে সেই সঙ্গে বর্ধমানের লাইফলাইন ‘কৃষক সেতু’র অস্তিত্বকেও সঙ্কটের মুখে ঠেলে দেবে।
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: প্রতিবছরই বিভিন্ন কারণে ধীরে ধীরে গতিপথ বদলাচ্ছে দামোদর নদ। এর ফলে দামোদরের নিম্ন অববাহিকা এলাকায় যেমন বাড়ছে বন্যার পরিমাণ তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে নদ তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল। এভাবে গতিপথ পরিবর্তন হতে থাকলে কৃষক সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বা ভেঙে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঝাড়খণ্ডের ছোট নাগপুর মালভূমিতে পালামৌ জেলার উচ্চগিরি শৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত দামোদর নদ। পূর্ব বর্ধমান মূলত কৃষি প্রধান জেলা। তাই এর অনেক অংশই নির্ভর করে দামোদর নদের উপর। কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আনুমানিক ৫৯২ কিলোমিটার দৈর্ঘ্য এই নদের গতিপথ।
আরও পড়ুনঃ শীত শেষে জঙ্গলমহল ছাড়ছেন শিউলিরা, খেজুর রসের স্মৃতি বুকে নিজের ঠিকানায় ফেরার স্বস্তি, অপেক্ষায় প্রিয়জনরা
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান নারায়ণ চন্দ্র জানা বলেন, ড্যাম ও রিজার্ভার তৈরি হওয়ার আগে দামোদর নদ তার স্বাভাবিক গতিপথে প্রবাহিত হত এবং প্রচুর বন্যা হওয়ার কারণে একে ‘দুঃখের নদ’ বলা হত। কৃষি জমিতে জল সরবরাহ করতে ও বন্যা নিয়ন্ত্রণ করতে পরবর্তীতে পাঁচটি রিজার্ভার ও ড্যাম তৈরি হওয়ার পর এটি কন্ট্রোল রিভার সিস্টেমে পরিণত হয়েছে, বিশেষ করে নিম্ন দামোদরটি। ফলে মানবজীবনে কৃষিকাজ, বিদ্যুৎ উৎপাদন থেকে বন্যা নিয়ন্ত্রণ অনেকটা সম্ভব হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভৈমি একাদশীর দিন সোনাই নদীতে দুই বাংলার মিলন! সীমান্তের বেড়াজালেও চার শতাব্দীর প্রথা অটুট, বিএসএফের নজরদারিতে চলছে রীতি
কিন্তু বর্তমান গবেষকরা মনে করছেন, ড্যাম ও রিজার্ভার তৈরি হওয়ার ফলে নদীর প্রাকৃতিক রূপ পরিবর্তন হচ্ছে এবং গতি স্বাভাবিক না হওয়ায় প্রচুর পরিমাণে পলি জমে নদী খাত উপরে উঠে যাচ্ছে। পাশাপাশি নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালি উত্তোলনের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন দামোদর অববাহিকা এবং বর্ষায় তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি। এই ভাবে দামোদর নদের ধীরে ধীরে গতিপথ পরিবর্তন হতে থাকলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হবে দামোদর তীরবর্তী এলাকা তেমনই ক্ষতিগ্রস্ত হবে দামোদরের উপর তৈরি হওয়া কৃষক সেতু, এমনই আশঙ্কা করছেন গবেষকরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিপর্যয় রুখতে প্রয়োজন পরিকল্পিত পদক্ষেপের। অন্যথায়, দামোদরের এই পরিবর্তনশীল রূপ ভবিষ্যতে কেবল নিম্ন অববাহিকার জনজীবনকেই বিপর্যস্ত করবে না, বরং বর্ধমানের অন্যতম লাইফলাইন ‘কৃষক সেতু’র অস্তিত্বকেও সঙ্কটের মুখে ঠেলে দেবে।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 30, 2026 4:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: দামোদরকে নিয়ে কাটাছেঁড়া! দুঃখের নদের রোষে বর্ধমানের 'লাইফলাইন', অস্তিত্বের সঙ্কটে নিম্ন অববাহিকার জনজীবন








