মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুর দারুল কোরান সিনিয়ার মাদ্রাসার ঘটনা। শুক্রবার হঠাৎ অভিযোগ ওঠে, প্রধান শিক্ষকের সহযোগিতায় মাদ্রাসা থেকে বই-খাতা চুরি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে। মাদ্রাসার মধ্যেই মারধর করা হয় প্রধান শিক্ষককে।
কাবিলপুর দারুল কোরান সিনিয়ার মাদ্রাসার প্রধান শিক্ষক মনসুর আলি। তাঁর বিরুদ্ধেই মাদ্রাসার বই-খাতা চুরির অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার ছুটির দিন তাঁরা হঠাৎ মাদ্রাসার মধ্যে লোকজনের হাঁটাচলার শব্দ পান। গ্রামের কয়েকজন গিয়ে দেখার চেষ্টা করেন বিষয়টা কী হচ্ছে। সেই সময়ই তাঁরা নাকি কয়েকজনকে মাদ্রাসর বই-খাতা চুরি করতে দেখেন। গ্রামবাসীদের দেখেই সেই চোরেরা পালিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: নেতাজির জন্মদিনে প্রথম মুক্তমঞ্চ পেল সীমান্তবর্তী এই এলাকা
এলাকার মানুষের দাবি, চোরেরা প্রায় ৩০ বস্তা নতুন বই-খাতা গাড়িতে করে নিয়ে পালানোর পরিকল্পনা করছিল। এই খবর পাওয়ার পরই ঘটনাস্থলে আসে পুলিস। তারা মাদ্রাসার প্রধান শিক্ষক মুনসুর আলিকে ডেকে পাঠায়। তিনি এলেই ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। সেই সময়ই প্রধান শিক্ষককে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে চুরিতে মদত দেওয়ার অভিযোগ ওঠে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রধান শিক্ষক মনসুর আলি।
গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। মূলত তাদের তাৎপরতাতেই ঐদিন মাদ্রাসার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কৌশিক অধিকারী