TRENDING:

Murshidabad News: জ্বলন্ত গ্যাস সিলিন্ডারকে বাগে আনতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

Last Updated:

গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর চেষ্টা করছিলেন। কিন্তু সেই সময়ই সিলিন্ডারটিতে বিস্ফোরণ হয়। একেবারে কাছ থেকে বিস্ফোরণ হওয়ায় ক্ষতবিক্ষত হয়ে যায় ওই যুবকের দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ভাত রান্নার সময়ে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক যুবকের। সোমবার রাতে সামশেরগঞ্জের সীতারামপুর গ্রামের এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম জুবের আলম (৩১)।
advertisement

মৃতের দাদা জানান, সোমবার রাতের খাবারের জন্য জুবের আলমের স্ত্রী ছোট গ্যাস সিলিন্ডারে রান্না বসিয়েছিলেন। সেই সময়ই কোনভাবে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুন দেখে ভয় পেয়ে ওই যুবকের স্ত্রী চিৎকার করে ওঠেন। তা শুনে রান্নাঘরে ছুটে আসেন জুবের আলম। তিনি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর চেষ্টা করছিলেন। কিন্তু সেই সময়ই সিলিন্ডারটিতে বিস্ফোরণ হয়। একেবারে কাছ থেকে বিস্ফোরণ হওয়ায় ক্ষতবিক্ষত হয়ে যায় ওই যুবকের দেহ।

advertisement

আরও পড়ুন: নম নম করে রবি প্রণাম বিশ্বভারতীর! নিজের সৃষ্টিতেই অবহেলিত বিশ্বকবি

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। তারা তড়িঘড়ি করে অনুপনগর হাসপাতালে নিয়ে যায় ওই যুবককে। কিন্তু চিকিৎসারা মৃত বলে ঘোষনা করেন। এরপর পুলিশ ময়নাতদন্তের জন্য জুবের আলমের দেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

advertisement

গ্যাস সিলিন্ডারে আগুন থেকে চোখের নিমেষে তরতাজা ছেলেটাকে হারাতে হওয়ায় শোকে মুহ্যমান গোটা পরিবার। শোকে কথা হারিয়েছেন জুবের আলমের স্ত্রী। এদিকে ময়নাতদন্তের পর মৃতের পরিবারের হাতে ওই যুবকের দেহ তুলে দেওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: জ্বলন্ত গ্যাস সিলিন্ডারকে বাগে আনতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল