মঙ্গলবার সন্ধেয় খড়গ্রামের নলদীপ গ্রামে জমি সংক্রান্ত বিপদের জেরে গুলি চলে। সফিক শেখ নামে একজন গ্রামবাসী গুলিবিদ্ধ হন। ধারাল অস্ত্রের আঘাতে আহত হন মর্জেহা বিবি নামে এক বধূ। গুলিবিদ্ধ সফিক শেখকে চিকিৎসার জন্য খড়গ্রাম গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন: ফরাক্কাতে হঠাৎ চলল বোমা গুলি, প্রাণ গেল যুবকের! এলাকায় পুলিশ পিকেট
খবর পেয়ে গ্রামে গিয়ে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পুরোনো জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা। শাখা শেখ ও তাঁর পরিবারের লোকজন অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় গুলিবিদ্ধ সফিক শেখ তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। তাঁর পরিবারের দাবি, আক্রমণকারীরা বিজেপি করে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
শুধু খড়গ্রামে নয়, মঙ্গলবার বিকেলে ফরাক্কাতেও চলে গুলি ও বোমা। গ্রামের বাসিন্দাদের ঝামেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ফরাক্কার কেন্দুয়া গ্রাম। গণ্ডগোলের এক পর্যায়ে বোমা-গুলির আঘাতে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম নাজির হোসেন (৩৬)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই খড়গ্রামে চলল গুলি। জেলায় একের পর এক হিংসার ঘটনায় চিন্তা বাড়ছে প্রশাসনের।
কৌশিক অধিকারী