হোম /খবর /মুর্শিদাবাদ /
ফরাক্কাতে হঠাৎ চলল বোমা গুলি, প্রাণ গেল যুবকের! এলাকায় পুলিশ পিকেট

Murshidabad News: ফরাক্কাতে হঠাৎ চলল বোমা গুলি, প্রাণ গেল যুবকের! এলাকায় পুলিশ পিকেট

ফারাক্কাতে হঠাৎ চলল বোমা গুলি, প্রাণ গেল যুবকের! এলাকায় পুলিশ পিকেট

ফারাক্কাতে হঠাৎ চলল বোমা গুলি, প্রাণ গেল যুবকের! এলাকায় পুলিশ পিকেট

Murshidabad News: পার্শ্ববর্তী বাসিন্দাদের সঙ্গে ঝামেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ফরাক্কার কেন্দুয়া গ্রাম।

  • Share this:

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলাতে ফের চলল গুলি, বোমাবাজিতে প্রাণ গেল একজনের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কাতে মঙ্গলবার বিকেলে।পার্শ্ববর্তী বাসিন্দাদের সঙ্গে বচসা, ঝামেলাকে কেন্দ্র করে  বোমা ও গুলি বলে অভিযোগ, যার ফলে নাজির হোসেন নাম এক যুবকের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা সুত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী বাসিন্দাদের সঙ্গে ঝামেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে মুর্শিদাবাদের ফরাক্কার কেন্দুয়া গ্রাম। গন্ডগোলের এক পর্যায়ে বোমা গুলির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। মঙ্গলবার বিকেল নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ফরাক্কার কেন্দুয়া এলাকায়। পুলিশ সুত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম নাজির হোসেন(৩৬)। বাড়ি কেন্দুয়া এলাকায়। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং ও ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। এসডিপিও রাসপ্রীত সিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী টহলদারি শুরু করে। গণ্ডগোলের উৎস নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ।

আরও পড়ুন: ৪২ আসনে বিধানসভা ভোটে ত্রিপুরায় লড়াই করতে চলেছে তিপ্রামোথা

আরও পড়ুন: এবারের ভোটে ত্রিপুরার 'কিং'-ই হয়ে উঠতে পারেন অন্যতম 'কিং মেকার'। ব্যাপারটা কী?

মৃত যুবকের দাদা লুৎফর হক জানান, মদ্যপানকে কেন্দ্র করে বচসা  হয় গ্রামে, সেই বচসার কারণেই একটি ঝামেলা তৈরি হয় প্রতিবেশী কিছু যুবকের সঙ্গে। মঙ্গলবার বিকেলে সেই বচসার কারণে হঠাৎই বোমার হামলা চালানো হয়, নাজির সেখের ওপর বোমা হামলা চালানো হলে গুরুতর আহত হন তিনি।

তাঁকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা  মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি একটি গুলি চালানো হয় বলে অভিযোগ করেছেন মৃতের দাদা। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে ।যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। যদিও এই ঘটনার পর এলাকায় পরিবেশ থমথমে রয়েছে ।পুরো ঘটনার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

কৌশিক অধিকারী।

Published by:Uddalak B
First published:

Tags: Crime News