দীর্ঘ আড়াই কিলোমিটার এই রাস্তা। আগামী প্রায় দুই মাস কাজ করার জন্য, সড়ক পথের একটি লাইন বন্ধ থাকবে। এবং আরেকটি লাইন খোলা থাকবে বলে জানা যায় ফরাক্কা ব্যারেজ সুত্রে। প্রায় চার বছর আগে এই রাস্তার কাজ নতুন ভাবে তৈরি করা হয়েছিল। তারপর থেকে রক্ষনা বেক্ষনের ঠিক মত না হওয়ার কারনে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর শুক্রবার সকাল থেকে কাজ শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। প্রায় চার বছর আগে এই রাস্তা নতুন করে মেরামতির কাজ হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ সামসেরগঞ্জের বাসুদেবপুরে চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির!
তারপর থেকে বেশ কিছুদিন ভালো থাকলেও বর্তমানে এই রাস্তার বেহাল দশায় পরিনত হয়েছে বর্তমানে। রাস্তার মাঝের পিচ গলে গিয়ে রাস্তার দুপাশে জমা হয়ে রাস্তা ছোট হয়ে যায়। এর ফলে প্রায় সময়ই ঘটত দুর্ঘটনা, এবং যারফলে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিন যানজটের স্বীকার হয় সাধারণ মানুষ। তবে এই রাস্তা আবার মেরামতি হওয়ার খুশি হলেও কিন্তু তাদের ব্যবসা-বাণিজ্যের অনেকটাই ক্ষতির মুখের পরতে পারে বলে জানান লরি মালিকরা।
আরও পড়ুনঃ একটা দুটো নয়! এই গ্রামে হয় ২৯ টি জগদ্ধাত্রী পুজো! জানুন বিশদে
কারণ, কাজের জন্য একদিকে রাস্তা খোলা থাকবে আর একদিকের রাস্তা বন্ধ থাকলে যানজট প্রায় লেগেই থাকবে। এর ফলে উত্তর বঙ্গ থেকে দক্ষিণ বঙ্গে যেতে সময় আনেকটায় লেগে যাবে। তবে অনেকেই সড়ক পথ ধরে উত্তরবঙ্গ রওনা দেন, কিন্তু তাদের কেও একটু হাতে সময় দিয়ে রওনা দিতে হবে বলে মনে করছেন স্হানীয় বাসিন্দারা।
Koushik Adhikary