Murshidabad Jagadhatri Puja II একটা দুটো নয়! এই গ্রামে হয় ২৯ টি জগদ্ধাত্রী পুজো! জানুন বিশদে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত ব্লক সালার। সালার ব্লকের অন্তর্গত কাগ্রামে একসাথে ২৯টি জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রী পুজো মানে শুধু চন্দননগর বা কৃষ্ণনগর না, মুর্শিদাবাদের সালারে কাগ্রামে জগদ্ধাত্রী পূজোয় মেতে ওঠেন গ্রামবাসীরা।
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত ব্লক সালার। সালার ব্লকের অন্তর্গত কাগ্রামে একসাথে ২৯টি জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রী পুজো মানে শুধু চন্দননগর বা কৃষ্ণনগর না, মুর্শিদাবাদের সালারে কাগ্রামে জগদ্ধাত্রী পূজোয় মেতে ওঠেন গ্রামবাসীরা। তাইতো আজও জেলায় সেরা জগদ্ধাত্রী মহা ধুমধামের সঙ্গে পুজো শুরু হল বুধবার থেকে মুর্শিদাবাদের সালার থানার কাগ্রামে।পুরাতন প্রথা রীতিনীতি মেনে মহিষ বলি ছাগ বলি হয় তেমনি পূজো উপলক্ষে কাগ্রামের পাশাপাশি আরো আট-দশটি গ্রামের বাসিন্দারা এই পুজো নিয়ে মেতে থাকে প্রায় দুদিন ধরে।
আজও গোটা গ্রামে বসে মেলা সারা রাত জুড়ে হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। কাগ্রাম একটি প্রাচীন গ্রাম ২৯ পাড়ার এই গ্রামে বর্তমানে মোট ২৯ টি পুজো হয় যার চল্লিশ শতাংশ মুসলিম অধ্যুষিত এই গ্রামে। বর্তমানে ১৩টি হয় পারিবারিক ও বাকি সব বারোয়ারি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। তবে এখানে চারদিন ধরে পুজো হয়না, পুজো চলে মাত্র দু দিন। পঞ্জিকা মতে একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজো হয় পরের দিন দশমী। বুধবার তিনটি পুজো ও বৃহস্পতিবার হল দশমী পূজো।
advertisement
আরও পড়ুনঃ প্রথা মেনে বড়ঞার রামকৃষ্ণ আশ্রমে চলছে জগদ্ধাত্রীর আরাধনা
গ্রামে পুজো কে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। প্রায় ৫০০ পুলিশ কর্মী মোতায়েন আছে ঠিক তেমনই সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা গ্রাম।গ্রামের বাসিন্দারা জানান, এই গ্রামে পুরাতন রীতিনীতি মেনে পুজো অনুষ্ঠিত হয় তেমনি, পাল বাড়ি, মহাশয়বাড়ি সহ দক্ষিণপাড়া সাহাপাড়া মন্ডপ, মধ্যে পশ্চিম পাড়া সার্বজনীন, তাঁতি পাড়া সার্বজনীন, রায়পাড়া সার্বজনীন, উত্তরপাড়া বাজার পাড়া সার্বজনীন পুজোয় বলি বিশেষ বৈশিষ্ট্যের দাবি রাখে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোর নজরকাড়া আলোকসজ্জা কাগ্রামে! ভিড় দর্শনার্থীদের
গ্রামের বেশিরভাগ পুজো দুই শতাধিক বছরের বেশি পুরাতন। সাক্ত এবং বৈষ্ণব দুই মতেই এই গ্রামের পুজো গুলি হয়। পাশাপাশি গ্রামগুলি থেকে হাজার হাজার মানুষ জমায়েত হত আমাদের গ্রামে এখনো তার ব্যতিক্রম হয় না। এখনো পুজো দুদিন গ্রামে বসে মেলা অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। যাত্রাপালা নাটক ইত্যাদি পুজো শেষে প্রতিমা নিরঞ্জন হয়, একসঙ্গে বসবাস করে এই পুজোয় গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আনন্দ উপভোগ করে। গ্রামের বাসিন্দারা থেকে দুর দুরন্ত থেকে আশা দর্শনার্থীরা শারদীয়া দুর্গাপুজোর পর জগদ্ধাত্রী পুজো মেতে ওঠে গ্রামবাসীরা।
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
November 03, 2022 2:29 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Jagadhatri Puja II একটা দুটো নয়! এই গ্রামে হয় ২৯ টি জগদ্ধাত্রী পুজো! জানুন বিশদে