Murshidabad Jagaddhatri Puja II জগদ্ধাত্রী পুজোর নজরকাড়া আলোকসজ্জা কাগ্রামে! ভিড় দর্শনার্থীদের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জগদ্ধাত্রী পুজো মানেই যে চন্দননগর বা কৃষ্ণনগর নয়। এর পাশাপাশি এক গ্রামে একাধিক পুজো কে কেন্দ্র করে আলোকসজ্জা সজ্জিত থাকে গ্রাম। গ্রাম টির নাম হল মুর্শিদাবাদ জেলার কাগ্রাম।
#মুর্শিদাবাদ : জগদ্ধাত্রী পুজো মানেই যে চন্দননগর বা কৃষ্ণনগর নয়। এর পাশাপাশি এক গ্রামে একাধিক পুজো কে কেন্দ্র করে আলোকসজ্জা সজ্জিত থাকে গ্রাম। গ্রাম টির নাম হল মুর্শিদাবাদ জেলার কাগ্রাম। মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা কাগ্রাম, এই গ্রামে ২৯টি পাড়ার মধ্যে ২৯টি জগদ্ধাত্রী পুজো হয়। বিভিন্ন বারোয়ারি পুজো একে ওপরকে টেক্কা দিতে আলোকসজ্জার প্রতিযোগিতা চলে। চন্দননগর শুধু নয়, কাটোয়া নবদ্বীপ বহরমপুর সহ বিভিন্ন এলাকা থেকে আলোকসজ্জার নিয়ে আসা হয়।
এক একটি গেট থাকে ৪০ফুটের কাছাকাছি। মুলত আলোকসজ্জার প্রতিযোগিতা চলে এই গ্রামে। যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ। আলোকসজ্জার মধ্যে আছে ভুত, কঙ্কাল সহ একাধিক বিষয় নিয়ে তুলে ধরা হয়েছে এলইডি আলোকসজ্জার মধ্যে দিয়ে। তবে কোভিড মহামারি পরিস্থিতির পর আলোকসজ্জা এবছর নজরকাড়া বলে জানাচ্ছেন দর্শনার্থীরা। মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্ভুক্ত কাগ্রাম। এক কথায় জেলার প্রান্তবর্তী এক প্রাচীন বনেদি গ্রাম। রয়েছে বহু ব্রাহ্মণ, শাক্ত ও বৈষ্ণব পরিবার।
advertisement
আরও পড়ুনঃ সোমবার সকালে ফের কুমির আতঙ্ক ফরাক্কাতে! দেখুন ভিডিও
মধ্য রাঢ়ের অতি প্রাচীন এই গ্রামের নামকরণ গ্রাম্যদেবী কঙ্কচণ্ডীর নামানুসারে। অতীতের কাগাঁ আজকের কাগ্রাম। পারিবারিক ও বারোয়ারি মিলিয়ে এখানে পুজোর সংখ্যা ২৯টি। এই গ্রামে দুর্গাপুজো, কালীপুজো সহ অন্যান্য পুজো হলেও বর্তমানে গ্রামের মুখ্য আকর্ষণ সাবেক মেজাজের জগদ্ধাত্রী পুজো। এছাড়াও, পুজোগুলির মধ্যে অন্যতম মহাশয়বাড়ির পুজো। সাবেক বাংলা রীতির প্রতিমায় আজও দেখা যায় অভিজাত্যের ছোঁয়া। শোনা যায়, পরিবারের আদিপুরুষ নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের পুজো দেখে গ্রামে পুজোর প্রবর্তন করেন।
advertisement
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
November 02, 2022 5:07 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Jagaddhatri Puja II জগদ্ধাত্রী পুজোর নজরকাড়া আলোকসজ্জা কাগ্রামে! ভিড় দর্শনার্থীদের