Murshidabad Jagadhatri Puja II প্রথা মেনে বড়ঞার রামকৃষ্ণ আশ্রমে চলছে জগদ্ধাত্রীর আরাধনা

Last Updated:

রামকৃষ্ণ আশ্রমের প্রথা মেনে দীর্ঘ ১৭ বছর ধরে দেবী জগদ্ধাত্রীর আরাধনার ব্যবস্থা করে আসছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের মহুড়াকান্দি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত মহারাজ, স্বামীজি ও বালকদের হাতে চার দিন ধরে পুজিতা হন এখানে মা জগদ্ধাত্রী দেবী রুপে।

+
title=

#মুর্শিদাবাদঃ রামকৃষ্ণ আশ্রমের প্রথা মেনে দীর্ঘ ১৭ বছর ধরে দেবী জগদ্ধাত্রীর আরাধনার ব্যবস্থা করে আসছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের মহুড়াকান্দি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত মহারাজ, স্বামীজি ও বালকদের হাতে চার দিন ধরে পুজিতা হন এখানে মা জগদ্ধাত্রী দেবী রুপে। অষ্টমী তিথিতে বেলুড় মঠের নীতি অনুযায়ী ব্রাহ্মণ পরিবারের অবিবাহিত কুমারী কন্যা সন্তানকে দেবী জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়েছিল, এই আসনেই আর বুধবার আয়োজন করা হয়েছিল নবমী তিথি। তাই সমস্ত নিয়মকে বজায় রেখে সকাল থেকেই নবমী পুজোর আয়োজন করা হয়েছে আশ্রমে।
মূলত বছরের প্রত্যেকদিনই নিত্য সেবার মাধ্যমে পুজো অর্চনা হয়, এই আশ্রমে পরমহংসদেব রামকৃষ্ণ দেব ও সারদা মা সহ বিবেকানন্দের। তবে জগদ্ধাত্রী পুজোর এই চারটি দিন যেন এই আশ্রম সেজে ওঠে নিত্যনতুন লোকে। আশেপাশে গ্রামের আট থেকে আশি সকল মানুষ অপেক্ষায় থাকে এই আশ্রমে চার দিনের জগদ্ধাত্রী পুজোর জন্য। পুজোকে মনে রেখে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বসে মেলা। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। যা চলে চার দিন ধরে। পাশাপাশি সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকে খাওয়া-দাওয়া।
advertisement
আরও পড়ুনঃ একটা দুটো নয়! এই গ্রামে হয় ২৯ টি জগদ্ধাত্রী পুজো! জানুন বিশদে
এই পুজোর মূল উদ্যোক্তা গ্রামেরই বাসিন্দা বিশ্বরূপ ঘোষ জানান, ছোট্ট একটি পরিবার থেকে প্রথমে রামকৃষ্ণ ভাবধারা আয়োজন করা হয়েছিল গ্রামে। তারপর থেকেই কেটে গেছে বহু বছর একটু একটু করে তৈরি হয়েছে আশ্রম। বেলুড় মঠের মেয়ে এখানে রামকৃষ্ণের আশ্রমের মতে ১৭ বছর আগে জগদ্ধাত্রী পুজোর দিনেই সূচনা হয়েছিল এই আশ্রমে। তাই সেই থেকেই জগদ্ধাত্রী পূজার এই চারটি দিন আশ্রমে ফুটে ওঠে উৎসবের আমেজ দূরদূরান্ত থেকে ভক্তরা এই আশ্রমে আসেন।
advertisement
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Jagadhatri Puja II প্রথা মেনে বড়ঞার রামকৃষ্ণ আশ্রমে চলছে জগদ্ধাত্রীর আরাধনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement