TRENDING:

Murshidabad News: 'ভুয়ো' পুলিশ পরিচয় দিয়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মারধোর! যদিও শেষ রক্ষা হল না

Last Updated:

কয়েকজন সঙ্গীর সঙ্গে মিলে আশু সাধারণ যাত্রীদের গালিগালাজ করছিল। তারা মদ্যপ ছিল বলে অভিযোগ। সেই সময় স্টেশনে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রবীন্দ্রনাথ চৌধুরী এই ঘটনার প্রতিবাদ করলে নিজেকে পুলিশকর্মী পরিচয় দিয়ে বেধরক মারধর করে আশু শেখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: পুলিশ পরিচয় দিয়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মেরেছিল। সোমবার সাতসকালে নিউ ফরাক্কা স্টেশনে এই ঘটনা ঘটে। তাতে আহত হন জিআরপিতে কর্মরত সিভিক ভলেন্টিয়ার রবীন্দ্রনাথ চৌধুরী। এরপর স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একদিনের মধ্যেই ভুয়ো 'পুলিশ' আশু শেখকে অন্ডাল থেকে গ্রেফতার করা হল।
advertisement

সোমবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে কয়েকজন সঙ্গীর সঙ্গে মিলে আশু সাধারণ যাত্রীদের গালিগালাজ করছিল। তারা মদ্যপ ছিল বলে অভিযোগ। সেই সময় স্টেশনে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রবীন্দ্রনাথ চৌধুরী এই ঘটনার প্রতিবাদ করলে নিজেকে পুলিশকর্মী পরিচয় দিয়ে বেধরক মারধর করে আশু শেখ। কয়েকজন যাত্রী এসে ওই সিভিক ভলেন্টিয়ারকে রক্ষা করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জিআরপির উচ্চপদস্থ কর্তারা। পরিস্থিতি বেগতিক দেখে মুহূর্তের মধ্যে পালিয়ে যায় অভিযুক্ত আশু।

advertisement

আরও পড়ুন: সব পাপ ধুয়ে যাবে গঙ্গার জলে! পুণ্য লাভের আশায় বাসন্তী অষ্টমীর ভোরে স্নানে মাতল মানুষ

আহত সিভিক ভলেন্টিয়ারকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। এরপর জিআরপির কাছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের নামে অভিযোগ দায়ের করেন সিভিক ভলেন্টিয়ার রবীন্দ্রনাথ চৌধুরী। তদন্ত নেমে পুলিশ জানতে পারে, মারধরের ঘটনায় মূল অভিযুক্ত আশু শেখের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া গ্রামে। তবে এই ঘটনার পর সে বাড়ি ছেড়ে পালায়। মঙ্গলবার রাতে তাকে অন্ডাল থেকে গ্রেফতার করে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: 'ভুয়ো' পুলিশ পরিচয় দিয়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মারধোর! যদিও শেষ রক্ষা হল না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল