সোমবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে কয়েকজন সঙ্গীর সঙ্গে মিলে আশু সাধারণ যাত্রীদের গালিগালাজ করছিল। তারা মদ্যপ ছিল বলে অভিযোগ। সেই সময় স্টেশনে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রবীন্দ্রনাথ চৌধুরী এই ঘটনার প্রতিবাদ করলে নিজেকে পুলিশকর্মী পরিচয় দিয়ে বেধরক মারধর করে আশু শেখ। কয়েকজন যাত্রী এসে ওই সিভিক ভলেন্টিয়ারকে রক্ষা করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জিআরপির উচ্চপদস্থ কর্তারা। পরিস্থিতি বেগতিক দেখে মুহূর্তের মধ্যে পালিয়ে যায় অভিযুক্ত আশু।
advertisement
আরও পড়ুন: সব পাপ ধুয়ে যাবে গঙ্গার জলে! পুণ্য লাভের আশায় বাসন্তী অষ্টমীর ভোরে স্নানে মাতল মানুষ
আহত সিভিক ভলেন্টিয়ারকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। এরপর জিআরপির কাছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের নামে অভিযোগ দায়ের করেন সিভিক ভলেন্টিয়ার রবীন্দ্রনাথ চৌধুরী। তদন্ত নেমে পুলিশ জানতে পারে, মারধরের ঘটনায় মূল অভিযুক্ত আশু শেখের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া গ্রামে। তবে এই ঘটনার পর সে বাড়ি ছেড়ে পালায়। মঙ্গলবার রাতে তাকে অন্ডাল থেকে গ্রেফতার করে পুলিশ।
কৌশিক অধিকারী