বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রী ফাহমিদা মায়ের উৎসাহে সাত বছর বয়সেই ভর্তি হয় ক্যারাটে স্কুলে। শিখতে শিখতেই ছোট বড়ো অসংখ্য প্রতিযোগিতায় জিতেছে সোনার মেডেল। কলকাতা ছাড়াও দেশের বিভিন্ন রাজ্য তো বটেই এমনকি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এই বছরের শেষে সিঙ্গাপুর,মালয়েশিয়া, বাংলাদেশ,নেপালের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ ও আমন্ত্রণ পেয়েছে সে। সেখানেও সোনা জয়ের স্বপ্নে কঠোর পরিশ্রমে রত ওই কিশোরী। ভবিষ্যতে হতে চায় আইপিএস অফিসার।
advertisement
আরও পড়ুনঃ আর্সেনিক মুক্ত পানীয় জল ও ডিজিটাল রেশন কার্ডের দাবিতে অবস্থান বিক্ষোভ
আরও পড়ুনঃ নাবালিকার বিয়ের আয়োজন পরিবারের! আটকে দিল প্রশাসন
ডোমকল বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী ফাহমিদা নাসরিন ইতিমধ্যেই খেলে ফেলেছে জাতীয় স্তরের বেশ কয়েকটি টুর্নামেন্ট। এসেছে গোল্ড মেডেল আরো অনেক অনেক স্বীকৃতি। আন্ত:রাজ্য টুর্নামেন্ট দিয়ে যাত্রা শুরু করে এই মূহুর্তে আন্তর্জাতিক টুর্নামেন্টের পরিচিত নাম ফাহমিদা। আগামী দিনে ফাহমিদার স্বপ্ন, আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলি থেকে দেশের জন্য সোনার পদক আনা ।
ফাহমিদার মা সেরিনা পারভিন জানাচ্ছেন, 'পরিবারের কথা ভেবে আমাকে খেলা ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু স্বপ্নটা ছাড়িনি, মেয়ের মধ্যে দিয়ে আমার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে চাই। চাই বিশ্বের প্রতিটি আন্তর্জাতিক ক্যারাটে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী মঞ্চে বেজে উঠবে জন গণ মন, সবার উপরে জায়গা করে নেবে আমাদের জাতীয় পতাকা।
কৌশিক অধিকারী





