জানা গিয়েছে, ফরাক্কার ডিয়ার ফরেস্ট, নিমতলা সহ পার্শবর্তী এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের যাতায়াতের এক মাত্র ভরসা এই ডিয়ার ফরেস্টের নৌকাঘাট, বিকল্প একটি রাস্তা থাকলেও বর্ষার সময় ওই রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। পাশাপাশি অনেকটা পথও ঘুরতে হয় নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য।
আরও পড়ুনঃ নিরাপত্তাকর্মীদের মারধর, সৈদাবাদে জলকল কেন্দ্রের অফিস ভাঙচুর
advertisement
স্বভাবতই ফরাক্কার ডিয়ার ফরেস্ট, নিমতলা সহ পার্শবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের স্কুল, কলেজ বাজার হসপিটাল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য এই নৌকাঘাটই ভরসা, কিন্তু প্রতি বছর বর্ষার সময় গঙ্গার জল বাড়লেই ডিয়ার ফরেস্টের নৌকাঘাটের যোগাযোগের দুই প্রান্তের রাস্তা জলের তলায় তলিয়ে যায়, ফলে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়।
আরও পড়ুনঃ বড় সাফল্য, ফরাক্কাতে ডাকাতির আগে গ্রেফতার ৮ দুস্কৃতী
স্থানীয় প্রশাসনকে বারবার সমস্যার কথা জানানো হলেও কোনো লাভ হয়নি। এলাকার বাসিন্দারা অবিলম্বে সমস্যা সমাধানের দাবি তুললেও বাস্তবে কবে এই সমস্যার সমাধান হবে তা কেউই জানেন না।
Koushik Adhikary