Murshidabad: বড় সাফল্য, ফরাক্কাতে ডাকাতির আগে গ্রেফতার ৮ দুস্কৃতী
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ফরাক্কাতে ডাকাতির করার আগে গোপন সূত্রে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ।
#মুর্শিদাবাদ : ফরাক্কাতে ডাকাতির করার আগে গোপন সূত্রে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে ধৃতদের মুর্শিদাবাদের (Murshidabad district) ফরাক্কা (Farakka) থানার বল্লালপুর ঘাটের কাছ থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ফরাক্কাতে এক সাংবাদিক বৈঠকে ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী জানান, ধৃতদের নাম সালাউদ্দিন সেখ (৩৮), রাম চন্দ্র মন্ডল (৪৪), মিঠুন চন্দ্র দাস (৩২), রাজা সেখ (৩৬), বিকি কুমার (১৮), হেরাজ আলী (২৩), জ্বালাউদ্দিন সেখ (৫০), জালিম সেখ (৫০) এদের মধ্যে দুই জনের বাড়ি সামশেরগঞ্জ, এক জনের বাড়ি বিহারের ভাগালপুর, বাকিদের বাড়ি ফরাক্কায়।
advertisement
পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে ধৃতদের মুর্শিদাবাদের ফরাক্কা থানার বল্লালপুর ঘাটের কাছ থেকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, শাবল উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, ৮ জন দুষ্কৃতকারী বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিন ধরে।
advertisement
বুধবার রাত্রে ৮ জন ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানা যায় পুলিশ সুত্রে। খবর পেয়ে তাদেরকে ফরাক্কা থানার বল্লালপুর ঘাটের কাছ থেকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। কি কারণে জড়ো হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে মুর্শিদাবাদ জেলাতে সম্প্রতি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করা হচ্ছে। এবার ডাকাতির আগে একসাথে আটজন দুস্কৃতী গ্রেফতার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ফরাক্কাতে।
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
September 01, 2022 2:21 PM IST