Murshidabad: বর্ষায় গঙ্গার জলস্তর বৃদ্ধিতে তলিয়ে গেল রাস্তা!

Last Updated:

মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লক এমনিতেই ভাঙন কবিলত এলাকা। অন্যদিকে বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেলেই বন্যার সম্মুখীন হয় বিভিন্ন এলাকা।

+
title=

#ফরাক্কাঃ মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লক এমনিতেই ভাঙন কবিলত এলাকা। অন্যদিকে বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেলেই বন্যার সম্মুখীন হয় বিভিন্ন এলাকা। বর্ষায় গঙ্গার জল বাড়ায় জলের তলায় তলিয়ে গেলো মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া ১ পঞ্চায়েতের অন্তর্গত ডিয়ার ফরেস্ট এর নৌকাঘাটের যোগাযোগের দুই প্রান্তের রাস্তা, ফলে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাপার সহ যাতায়াত করতে হচ্ছে ফরাক্কা ডিয়ার ফরেস্ট এলাকার বাসিন্দাদের। এমনিতেই ফরাক্কা ব্লক ভাঙন বিধ্বস্ত এলাকা। বর্ষার জল বৃদ্ধি হোক বা খরায় জল কমে যাওয়াই হোক, সারা বছরই ভাঙনের করাল গ্রাসে পড়তে হয় নদী পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের। তবে এবার অন্য এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ফরাক্কার বেওয়া ১গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের।
জানা গিয়েছে, ফরাক্কার ডিয়ার ফরেস্ট, নিমতলা সহ পার্শবর্তী এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের যাতায়াতের এক মাত্র ভরসা এই ডিয়ার ফরেস্টের নৌকাঘাট, বিকল্প একটি রাস্তা থাকলেও বর্ষার সময় ওই রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। পাশাপাশি অনেকটা পথও ঘুরতে হয় নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য।
advertisement
advertisement
স্বভাবতই ফরাক্কার ডিয়ার ফরেস্ট, নিমতলা সহ পার্শবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের স্কুল, কলেজ বাজার হসপিটাল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য এই নৌকাঘাটই ভরসা, কিন্তু প্রতি বছর বর্ষার সময় গঙ্গার জল বাড়লেই ডিয়ার ফরেস্টের নৌকাঘাটের যোগাযোগের দুই প্রান্তের রাস্তা জলের তলায় তলিয়ে যায়, ফলে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়।
advertisement
আরও পড়ুনঃ বড় সাফল্য, ফরাক্কাতে ডাকাতির আগে গ্রেফতার ৮ দুস্কৃতী
স্থানীয় প্রশাসনকে বারবার সমস্যার কথা জানানো হলেও কোনো লাভ হয়নি। এলাকার বাসিন্দারা অবিলম্বে সমস্যা সমাধানের দাবি তুললেও বাস্তবে কবে এই সমস্যার সমাধান হবে তা কেউই জানেন না।
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
 Murshidabad: বর্ষায় গঙ্গার জলস্তর বৃদ্ধিতে তলিয়ে গেল রাস্তা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement