Murshidabad: নিরাপত্তাকর্মীদের মারধর, সৈদাবাদে জলকল কেন্দ্রের অফিস ভাঙচুর
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ৪নং ওয়ার্ডের সৈদাবাদে বহরমপুর পৌরসভার অধীনে জলকল কেন্দ্রে নিরাপত্তা রক্ষীদের মারধর করার অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে।
#বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ৪নং ওয়ার্ডের সৈদাবাদে বহরমপুর পৌরসভার অধীনে জলকল কেন্দ্রে নিরাপত্তা রক্ষীদের মারধর করার অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় দুইজনে চিকিৎসাধীন বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । আহত হয়েছেন লালন হালদার ও হরপ্রসাদ ঘোষ। জানা গিয়েছে, বুধবার মধ্যে রাতে প্রথমে একজন দুস্কৃতী পাঁচিল টপকে ঢুকে যায় জল কল কেন্দ্রের মধ্যে। অভিযোগ, তার হাতে একটি কৌটো ছিল, যেখানে সম্ভবত বিষ ছিল বলে অভিযোগ। জলে বিষ মেশাতে এসেছিল বলে অভিযোগ নিরাপত্তা রক্ষীদের।
advertisement
ঘটনার জেরে দুস্কৃতীকে পাকড়াও করে রাখলে অফিসের নিরাপত্তা রক্ষীদের কে মারধর করা হয়। অভিযোগ, একজন দুস্কৃতীকে আটক করে রাখলে তার বন্ধুদের ডেকে নিয়ে এসে অফিসে ভাঙচুর করে এবং নিরাপত্তা রক্ষীদের ওপর চড়াও হয়। মারধর করা হয় নিরাপত্তা রক্ষীদের। ঘটনার জেরে দুইজন নিরাপত্তা রক্ষী গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন লালন হালদার ও হরপ্রসাদ ঘোষ।
advertisement
বর্তমানে দুজনে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য। অফিসের চেয়ার টেবিল সহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। আহতরা জানিয়েছেন, জল কলে একজন দুস্কৃতী ঢুকে যায়, পরে কর্তব্যরত কর্মীদের কে মারধর করা হয়। ঘটনার জেরে লালন হালদার ও হরপ্রসাদ ঘোষ নামে দুইজন গুরুতর আহত হন। মাথায় চোট লাগে।
advertisement
ঘটনার জেরে বহরমপুর থানায় জানানো হয়েছে। অন্যদিকে এই ঘটনার জেরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পৌর সদস্য হিরু হালদার। তিনি জানান, অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা পুলিশ প্রশাসন ও বহরমপুর পৌরসভা কে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করতে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
September 01, 2022 2:21 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: নিরাপত্তাকর্মীদের মারধর, সৈদাবাদে জলকল কেন্দ্রের অফিস ভাঙচুর