অন্যান্য বছর তিনি থিমের চমক দিয়ে থাকেন। তবে এবছরও কাগজের মুর্তি করে তাক লাগিয়ে দিচ্ছেন।মাটির ঠাকুর তো প্রতি বছর বিসর্জন হয়ে যায়৷ তাই এবার দেবী দুর্গাকে আলাদা রূপ দেওয়ার ভাবনা নিয়েছিল রাজেশ দাস। সেই অনুযায়ী পেপার ক্রাফট কাগজের মধ্যে দেবী দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর, সিংহ তৈরি করেছে সে। কাগজ দিয়ে কাঠবোর্ডে লাগিয়ে তারপর দুর্গা মূর্তিটি বানানো হয়েছে। যাতে ঘরে রাখতে পারা যায়৷
advertisement
আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর
আরও পড়ুন- ভয়ঙ্কর ভূমিকম্প! ৪ ঘন্টার মধ্যেই মণিপুরের পর আবারও কেঁপে উঠল আন্দামান, বাড়ছে আতঙ্ক
এটা বানাতে আড়াই মাসের বেশি সময় লেগেছে৷ দুর্গাপুজোর আগে মুর্তিটি কান্দিতে যাবে বলেই জানান শিল্পী রাজেশ দাস। এবছর শিল্পী রাজেশ দাস দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বানিয়ে চলেছেন এই কাগজের প্রতিমা। এই পেপার মূলত ছবি অঙ্কনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর সেই কাগজ ব্যবহার হচ্ছে আস্ত দুর্গা প্রতিমা তৈরি করতে।
রাজেশ দাসের কথায়, দশভুজা তৈরি করা হয়েছে। দেবীর গয়না থেকে শুরু করে মুকুট। সব কিছু নিজের হাতে অনবদ্য দক্ষতায় গড়ে তুলেছেন যুবক রাজেশ। তেমনভাবেই তিনি বানিয়েছেন কাগজের দুর্গা। এবছর দেবী রয়েছেন একদম সপরিবারে। পেপার কাটিং করে মূল স্ট্রাকচার তৈরি হয়। তারপর তৈরি হয় কাঠামো। তারপর নিজের ভাবনাকে বাস্তবায়িত করতেই তৈরি হয় দেবী মূর্তি। এভাবেই তৈরি। প্রায় আট ফুট উচ্চতার এই কাগজের সপরিবারে দেবী দশভুজা বেশ নজর কাড়বে বলেই আশাবাদী শিল্পী রাজেশ দাসের।
কৌশিক অধিকারী





