Andaman Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্প! ৪ ঘন্টার মধ্যেই মণিপুরের পর আবারও কেঁপে উঠল আন্দামান, বাড়ছে আতঙ্ক

Last Updated:

Andaman Earthquake: আবারও ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেল আন্দামান৷ মঙ্গলবার ভোর ৩.৩৯ মিনিটে আন্দামান সাগরে ভূমিকম্প হয়৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪।

আন্দামান: আবারও ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেল আন্দামান৷ মাত্র ৪ ঘন্টার ব্যবধানে কেঁপে উঠল সাগর৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৩.৩৯ মিনিটে আন্দামান সাগরে ভূমিকম্প হয়৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান সাগরের ৯৩ কিলোমিটার গভীরে৷
সোমবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে মণিপুর৷ জানা যায়, রাত ১১ টা নাগাদ আচমকা কেঁপে ওঠে মণিপুরের উখরুল জেলা৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। উখরুল ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল৷ একের পর এক ভূমিকম্পে আশঙ্কা বাড়ছে৷ তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷
advertisement
advertisement
এর আগেও সোমবার ভোরে বঙ্গোপসারে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। বঙ্গোপসার থেকে ৭০ কিলোমিটার গভীরে ছিল উৎসস্থল ৷ ২৪ ঘন্টার মধ্যে তিন জায়গায় কম্পনের ঘটনায় বিরাট আশঙ্কা দেখা দিয়েছে৷ এদিকে গত ৮ সেপ্টেম্বর মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে৷ বিশেষজ্ঞদের মতে,এটি হল শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর ভূমিকম্প৷
advertisement
মরক্কোর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে৷ কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সকলে বাড়ি থেকে বেরিয়ে আসেন৷ একাধিক প্রাণহানির পাশাপাশি প্রচুর বাড়িরও ক্ষয়-ক্ষতি হয়েছে৷ ধ্বংসাবশেষের শেষে একাধিক আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজ চলছে৷ ভয়াবহ ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই মণিপুর, আন্দামানে ভূমিকম্প হতেই আতঙ্ক আরও বাড়ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Andaman Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্প! ৪ ঘন্টার মধ্যেই মণিপুরের পর আবারও কেঁপে উঠল আন্দামান, বাড়ছে আতঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement