Murshidabad News: টিউশন থেকে ফেরার পথে পিষে দিল লরি, চাকায় ঘষতে ঘষতে গেল একরত্তি প্রাণ, কান্নার রোল পরিবারে

Last Updated:

Murshidabad Accident: টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল খুদে স্কুল ছাত্রীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালারে। পণ্য বোঝাই লরি পিষে দিল একরত্তিকে।

শিশুর মৃত্যুতে কান্নার রোল পরিবারে 
শিশুর মৃত্যুতে কান্নার রোল পরিবারে 
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল ছাত্রীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালারে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম আলিসা কাজি (৮)।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের কান্দি সালার রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে। যাতে প্রাণ হারালো ৮ বছরের শিশু আলিসা কাজি। বাড়ি সালারের কান্দুরি গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কান্দুরির দুলুকপাড়া এলাকায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে আচমকা একটি পন্য বোঝাই লরি এসে ধাক্কা মারে, গুরুতর আহত হয় আলিসা কাজি।
আরও পড়ুনঃ সরষের ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে তাজা সকেট বোমা! দেখে চক্ষু ছানাবড়া, উদ্ধারে ছুটল পুলিশ
শিশুটিকে চাকায় পিষে দশফুট দূরে নিয়ে যায় লরি। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে প্রথমে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় শিশুর মৃত্যু হয়। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘাতক লরি ও চালককে আটক করেছে। পুলিশ শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মদ্যপ অবস্থায় লরি চালিয়ে যাচ্ছিলেন ঘাতক চালক। শিশুটিকে পিছনের চাকায় পিষ্ঠ অবস্থায় অনেকদূর নিয়ে যায় ঘাতক লরি। বারবার লরিকে থামানোর চেষ্টা করা হলেও থামেনি। পরে লরি থামলে গুরুতর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুর মৃত্যু হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: টিউশন থেকে ফেরার পথে পিষে দিল লরি, চাকায় ঘষতে ঘষতে গেল একরত্তি প্রাণ, কান্নার রোল পরিবারে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement