Murshidabad News: লালবাগে চিকিৎসায় বড় মোড়, চালু হয়ে গেল পোর্টেবল ইউএসজি'র সুবিধা! হাজার হাজার রোগীর উপকার

Last Updated:

Murshidabad News: লালবাগ মহকুমা হাসপাতালে আধুনিক ইউএসজি (USG) মেশিনের উদ্বোধন। নতুন পরিষেবায় হাসপাতালের আরও একধাপ অগ্রগতি।

+
নতুন

নতুন পোর্টেবল ইউএসজি মেশিনের উদ্বোধন

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: লালবাগ মহকুমা হাসপাতালে আধুনিক ইউএসজি (USG) মেশিনের উদ্বোধন। নতুন প্রযুক্তির ছোঁয়ায় স্বাস্থ্য পরিষেবায় লালবাগ মহকুমা হাসপাতালে আরও একধাপ অগ্রগতি। লালবাগ মহকুমা হাসপাতালে চালু হল অত্যাধুনিক পোর্টেবল ইউএসজি মেশিন। এই নতুন পরিষেবা চালু হওয়ায় হাসপাতাল চত্বরে চিকিৎসা পরিকাঠামো আরও একধাপ শক্তিশালী হল।
এতদিন লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসা নিতে আসা বহু রোগীকে ইউএসজি’র জন্য বাইরে যেতে হত। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের পরিবারকে ভোগান্তির সম্মুখীন হতে হত। পোর্টেবল ইউএসজি মেশিন চালু হওয়ার ফলে এবার থেকে হাসপাতালেই দ্রুততার সঙ্গে এই পরিষেবা পাবেন রোগীরা।
মুর্শিদাবাদ জেলা CMOH  সন্দীপ সান্যাল তিনি বলেন, বহরমপুর IDBI ব্যাংকের সহযোগিতায় এই পোর্টেবল ইউ এস জি মেশিন লালবাগ মহকুমা হাসপাতালে দেওয়া হল।
advertisement
advertisement
এখন থেকে শুধু হাসপাতাল নয়, গ্রামগঞ্জেও ভ্রাম্যমান এই মেশিনের সুবিধা রোগীরা পাবেন। এখান থেকে , কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল, আহিরন ব্লক স্বাস্থ্যকেন্দ্র, আমতলা গ্রামীণ হাসপাতাল এবং পুটিমারি পিএইচসিতে রেডিয়েন্ট এবং ফটো থেরাপির যে মেশিনগুলি দেওয়া হয়েছে, সেগুলি আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল উদ্বোধন করা হয়েছ। তিনি আরও বলেন, আমরা খুব খুশি শিশু বিভাগের জন্য যে ইকুপমেন্টের প্রয়োজনীয় ছিল সেগুলি আমরা এই একটি বেসরকারি ব্যাংকের স্পনসর মারফত পেয়েছি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি বলেন, আমরা আগেও জানিয়েছিলাম খুব শীঘ্রই হাসপাতালে একাধিক নতুন ধরনের পরীক্ষা-নিরীক্ষার আধুনিক যন্ত্রপাতি আসবে। আজ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পোর্টেবল ইউএসজি মেশিনের উদ্বোধন হল। এর ফলে লালবাগ মহকুমা স্তরে বিপুল সংখ্যক মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পরীক্ষার সুযোগ পাবেন। এই উদ্যোগের ফলে একদিকে যেমন রোগীদের সময় ও অর্থ সাশ্রয় হবে, তেমনই সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হয়ে উঠবে বলে মনে করছেন চিকিৎসক মহল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: লালবাগে চিকিৎসায় বড় মোড়, চালু হয়ে গেল পোর্টেবল ইউএসজি'র সুবিধা! হাজার হাজার রোগীর উপকার
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement