Murshidabad News: শিক্ষকদের দ্বন্দ্ব, স্কুলে ১৫ দিন ধরে বন্ধ মিড ডে মিল! খাবার না পেয়ে স্কুলে অনুপস্থিত পড়ুয়ারা

Last Updated:

Murshidabad News: কান্দির স্কুলে দুই শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব। কে নেবে টিআইসি চার্জ। যার জেরে স্কুলে ১৫ দিন ধরে বন্ধ মিড ডে মিল পরিষেবা। খাবার না মেলায় স্কুলে অনুপস্থিত থাকছে পড়ুয়ারা।

+
জেমো

জেমো বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয় 

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: দুই শিক্ষকের দ্বন্দ্ব। কে নেবে টিআইসি চার্জ। আর টিআইসি চার্জ না নেওয়ার কারণে স্কুলে ১৫ দিন ধরে বন্ধ মিড ডে মিল পরিষেবা। যার ফলে স্কুলে সেই কারণেই অনুপস্থিত থাকছে পড়ুয়ারা।
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জেমো বিশ্বাস পাড়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় ৭০ জন। অভিযোগ, স্কুলে দুই শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে অর্ঘ পান তিনি টিআইসি চার্জ নিতে নারাজ। অন্যদিকে আরও একজনকে শিক্ষিকা মনজিলা পারভীন রয়েছেন, তিনি ও টিআইসি চার্জ নিতে নারাজ।
আরও পড়ুনঃ মুদিখানার দোকানে তেলেভাজা বিক্রি! আচমকাই গ্যাস সিলিন্ডার থেকে বীভৎস অগ্নিকাণ্ড, সরকারি সহায়তার কাতর আর্জি সর্বস্বান্ত পরিবারের
আর টিআইসি চার্জ না নেওয়ার কারণেই স্কুলে ১৫ দিন ধরে বন্ধ আছে মিড ডে মিলের পরিষেবা। যে কারণেই বিদ্যালয়ে অনুপস্থিত হচ্ছে এলাকার ছাত্র ও ছাত্রীরা। ব্যাহত পঠন-পাঠন।
advertisement
advertisement
অভিভাবকদের অভিযোগ, ১৫ দিন ধরে মিড ডে মিল পরিষেবা বন্ধ। বিদ্যালয়কে জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই এলাকার পড়ুয়ারা অনুপস্থিত থাকছে। যদিও স্কুলের শিক্ষক অর্ঘ পান জানিয়েছেন, ‘আমি শারীরিক অসুস্থ সেই কারণে আমি টিআইসি চার্জ নিতে পারছি না। বারবার স্কুল শিক্ষা দফতরে আবেদন করলেও আমি কোন সাড়া পাইনি’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার সাফ জানিয়েছেন, অবিলম্বে মিড ডে মিল পরিষেবা চালু না হলে সংশ্লিষ্ট শিক্ষক আধিকারিক, এমনকি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তার বিরুদ্ধে অভিযোগ জানাতে বাধ্য হবেন।
তবে দুই শিক্ষকের দ্বন্দ্বের কারণে মিড ডে মিল পরিষেবা কবে মিলবে, কবে পঠন-পাঠন স্বাভাবিক হবে তা নিয়েই উঠছে প্রশ্ন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: শিক্ষকদের দ্বন্দ্ব, স্কুলে ১৫ দিন ধরে বন্ধ মিড ডে মিল! খাবার না পেয়ে স্কুলে অনুপস্থিত পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement