শ্রমিক রমজান সেখকে (৩৫) বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর বাড়ি জিয়াগঞ্জে বলে জানা গিয়েছে। অন্যদিকে, একজনের প্রাথমিক চিকিৎসা চলছে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: বাহারি ঝুড়ি থেকে গৃহস্থালির জিনিস! হাতের কাজে তাক লাগিয়ে স্বনির্ভরতার স্বপ্ন দেখছে মেয়েরা
advertisement
এলাকার বাসিন্দারা জানান, জল প্রকল্পের মাটি কাটার কাজ করার সময়ে হঠাৎই ধস নামে এবং দুইজন শ্রমিক নীচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা এবং পরে দমকলের বাহিনী এসে উদ্ধারের কাজে হাত লাগান। তবে কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। অন্যদিকে শ্রমিকের মৃত্যুর ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।
কৌশিক অধিকারী