TRENDING:

Murshidabad News: বহরমপুরে পাইপ লাইনের কাজ চলার সময় ধস! মৃত্যু হল এক শ্রমিকের,জখম এক

Last Updated:

মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া সৈদাবাদ রাজবাড়ি গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় রাস্তার ধারে বহরমপুর পৌরসভার পাইপ লাইনের কাজ করতে গিয়ে ধস নেমেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ  বহরমপুরের খাগড়া সৈদাবাদ রাজবাড়ি গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় রাস্তার ধারে বহরমপুর পৌরসভার পাইপ লাইনের কাজ করতে গিয়ে ধস নামে। যার ফলে মাটি চাপা পড়ে আহত কয়েকজন শ্রমিক। যদিও এখন পর্যন্ত ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement

শ্রমিক রমজান সেখকে (৩৫) বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর বাড়ি জিয়াগঞ্জে বলে জানা গিয়েছে। অন্যদিকে, একজনের প্রাথমিক চিকিৎসা চলছে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন:  বাহারি ঝুড়ি থেকে গৃহস্থালির জিনিস! হাতের কাজে তাক লাগিয়ে স্বনির্ভরতার স্বপ্ন দেখছে মেয়েরা

advertisement

এলাকার বাসিন্দারা জানান, জল প্রকল্পের মাটি কাটার কাজ করার সময়ে হঠাৎই ধস নামে এবং দুইজন শ্রমিক নীচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা এবং পরে দমকলের বাহিনী এসে উদ্ধারের কাজে হাত লাগান। তবে কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। অন্যদিকে শ্রমিকের মৃত্যুর ‍ঘটনা সামনে আসতেই চাঞ্চল‍্য ছড়িয়েছে এলাকায় ।শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বহরমপুরে পাইপ লাইনের কাজ চলার সময় ধস! মৃত্যু হল এক শ্রমিকের,জখম এক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল