Murshidabad News: বাহারি ঝুড়ি থেকে গৃহস্থালির জিনিস! হাতের কাজে তাক লাগিয়ে স্বনির্ভরতার স্বপ্ন দেখছে মেয়েরা
- Published by:Sayani Rana
- hyperlocal
Last Updated:
মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে হস্তশিল্পের কাজ করে স্বর্নিভর হচ্ছেন মহিলারা। বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে হচ্ছে খাদি হস্তশিল্প ও তাঁত মেলা। এই মেলা আর কয়েকদিন পরই শেষ হয়ে যাবে। এই মেলাতেই হাতের তৈরী নানা রকম দ্রব্য বিক্রি করে স্বর্নিভর হচ্ছেন মহিলারা।
#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে হস্তশিল্পের কাজ করে স্বর্নিভর হচ্ছেন মহিলারা। বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে হচ্ছে খাদি হস্তশিল্প ও তাঁত মেলা। এই মেলা আর কয়েকদিন পরই শেষ হয়ে যাবে। এই মেলাতেই হাতের তৈরী নানা রকম দ্রব্য বিক্রি করে স্বর্নিভর হচ্ছেন মহিলারা। নিজে এবং পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে সাধারণ কিছু উপকরন দিয়ে অনায়াসে বানিয়ে ফেলছেন এসব পণ্য।
মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ওই এলাকার বেশ কিছু মহিলা বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে বসেছেন নিজেদের পসরা নিয়ে। রাত দিন এক করে তৈরী করছেন বিভিন্ন রকমের উপকরণ। যেমন- ঝুড়ি, ছাতা রাখার ঝুড়ি, ফল রাখার ঝুড়ি, গোলাকৃতির ও চারকোনা ঝুড়ি, সার্ভিং ট্রে ঝুড়ি, খেলনা রাখার ঝুড়ি, ফুলের পাত্র রাখার ঝুড়ি, বাসা ও অফিসের ওয়েস্ট বা বর্জ্য ফেলার ঝুড়ি, কাটলারি ঝুড়ি, স্যুটকেস ঝুড়ি, জুয়েলারি রাখার ঝুড়ি, ফিশ টেবিল ম্যাট, সিলিন্ডার ঝুড়ি ইত্যাদি।
advertisement
advertisement
পৃথিবীতে চিনের পরই বাঁশ উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম হল ভারত। ভারতের অঙ্গরাজ্য আমাদের পশ্চিমবঙ্গেও আছে প্রচুর বাঁশ গাছ। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও বাঁশের নানা জিনিসপত্র তৈরি হয়।যার মধ্যে অন্যতম হল ঝুড়ি। রীতি অনুযায়ী, ঝুড়ি বোনা লোকশিল্পের অন্তর্গত। বাংলার নানা প্রান্তে যেখানে বাঁশবাগান রয়েছে, তার আশেপাশের অঞ্চলেই তৈরি হয় ঝুড়ি। আর সেই বাঁশের তৈরী বিভিন্ন উপকরণ তৈরী করে আর্থিক ভাবে স্বর্নিভর হচ্ছেন বহরমপুরের মহিলাশিল্পীরা।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 2:08 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বাহারি ঝুড়ি থেকে গৃহস্থালির জিনিস! হাতের কাজে তাক লাগিয়ে স্বনির্ভরতার স্বপ্ন দেখছে মেয়েরা
