West Bengal News: মণ্ডপ প্রতিমায় থিমের ছড়াছড়ি! এই শীতে কী চলছে কালনায়? পাড়ায় পাড়ায় প্রস্তুতি তুঙ্গে!
- Published by:Sanjukta Sarkar
- Written by:Saradindu Ghosh
Last Updated:
West Bengal News: গত দুবছর বাধ সেধেছিল করোনা। এবার তাই উৎসাহ, জাকজমক অনেক বেশি। থিমের ছড়াছড়ি বেশিরভাগ মণ্ডপে।
কালনা: পূর্ব বর্ধমানের মন্দির শহর কালনা। আর এখানেই সরস্বতী পুজোর জন্য প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে। উৎসব উপলক্ষে শহরের তৈরি হচ্ছে বিশাল বিশাল থিমের মন্ডপ। থাকছে থিমের প্রতিমাও। এছাড়াও থাকছে বাহারি আলোকসজ্জা। সব মিলিয়ে বিভিন্ন ক্লাব নানা থিমের প্রতিমা এবং মণ্ডপ তৈরির কাজে নেমে পড়েছে। অনেক মণ্ডপেরই কাজ এগিয়ে গিয়েছে বেশ কিছুটা।
কালনায় বছরের সবচেয়ে বড় উৎসব এই সরস্বতী পুজো। গত দুবছর তাতে বাধ সেধেছিল করোনা। এবার তাই উৎসাহ, জাকজমক অনেক বেশি। থিমের ছড়াছড়ি বেশিরভাগ মণ্ডপে। জাপট এলাকার অগ্নিবীণা ক্লাবের এবারের পুজোর থিম এক টুকরো পুরুলিয়া। তাদের মণ্ডপ সাজিয়ে তুলছে খড়, পাটকাঠি, কাপড়, তেঁতুলেরছাল, তালপাতা, পালক-সহ নানা উপকরণে।
advertisement
advertisement
১১০ ফুট লম্বা এবং ৪০ ফুট চওড়া এই মণ্ডপের থিম। গোটা মণ্ডপ জুড়ে পুরুলিয়ার পাহাড়, ছৌ নৃত্য-সহ নানা সংস্কৃতি তুলে ধরছেন শিল্পীরা। যোগীপাড়া পুরাতন সঙ্ঘের প্রতিমা তৈরি হচ্ছে খড় ও দড়ি দিয়ে। ৮ ফুটের এই প্রতিমা পরিবেশবান্ধব। দর্শকেরা মণ্ডপে নতুনত্বের স্বাদ পাবেন বলে দাবি উদ্যোক্তাদের।

advertisement
জিউধারা বারোয়ারি সমিতির মণ্ডপ তৈরি হচ্ছে সংবাদপত্র দিয়ে। এই কাজে ব্যবহৃত হচ্ছে দেড় কুইন্টালের বেশি সংবাদপত্র। সংবাদপত্রের মন্ড দিয়ে তৈরি হয়েছে বেশ কিছু মডেল। সেগুলি ঠাঁই পেয়েছে মণ্ডপের ভিতরে। সংবাদপত্রের জায়গা নিচ্ছে মোবাইল,সংবাদপত্র বিক্রেতাদের জীবনযাত্রা থেকে শুরু করে সংবাদপত্র কেন্দ্রিক নারায়ন বিষয়ে থিম এর মধ্যে তুলে ধরা হয়েছে। এ সংবাদপত্রের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে রংবেরঙের নৌকা ও ঝাড়বাতি।
advertisement
এ ছাড়া, শহরের সপ্তর্ষি সঙ্ঘ ‘টুইন টাওয়ার’, সমন্বয় লালকেল্লা, রুপালিকা বরফের দেশে, বারুই পাড়া বারোয়ারি ডোকরা শিল্প, তালবোনা প্রান্তিক ‘যুদ্ধ নয় শান্তি চাই, তরুণ সমিতি সুন্দরবন, আমলাপুকুর ইয়ং বয়েজ ‘প্রকৃতি রতনে সাজাব যতনে', যুব সঙ্ঘ ‘ভাবনা, শ্যামগঞ্জপাড়া বারোয়ারি ‘সহজ পাঠ' থিমে মণ্ডপ তৈরি করছে। সব মিলিয়ে একে অপরকে থিম ভাবনায় মণ্ডপ আলোকসজ্জায় ছাপিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সব ক্লাব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 5:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মণ্ডপ প্রতিমায় থিমের ছড়াছড়ি! এই শীতে কী চলছে কালনায়? পাড়ায় পাড়ায় প্রস্তুতি তুঙ্গে!